শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সরকারি চাকরিজীবীদের ভাতা বাড়ল তিন ধরনের

সরকারি কাজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য সরকারি চাকরিজীবীদের দৈনিক ভাতা ও ভ্রমণ ভাতা নতুন করে নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়।

সরকারি কাজে বিমান, সড়ক, রেল ও নৌপথে ভ্রমণের জন্য কোনো কর্মচারী কী হারে ভাতা পাবেন, সে জন্য ক, খ, গ ও ঘ নামে চারটি শ্রেণি করা হয়েছে। অফিসের কাজে ও বদলির কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য সরকারি চাকরিজীবীদের দৈনিক ভাতা ও যাতায়াত ভাতা দেওয়া হয়ে থাকে।

ব্যয়বহুল স্থানে অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর নগরী এবং সাভার পৌর এলাকার ক্ষেত্রে দৈনিক ভাতা সাধারন হারের চেয়ে ৩০ শতাংশ বাড়ানো হয়েছে।

অর্থমন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, ভাতার ক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের চারটি শ্রেণিবিন্যাস করা হয়েছে। এতে নবম, দশমসহ ঊর্ধ্বতন গ্রেডধারী সরকারি চাকরিজীবীরা ‘ক’ শ্রেণিতে রয়েছেন। তবে নবম ও দশম গ্রেডের ক্ষেত্রে যাদের মূল বেতন ২৯ হাজার টাকা তারাই শুধু ‘ক’ শ্রেণিতে থাকছেন। ‘খ’ শ্রেণিতে যাদের মূল বেতন ২৯ হাজার টাকার কম তারা ও ১১ থেকে ১৬তম গ্রেডধারীরা রয়েছেন। তবে ১৬তম গ্রেডধারীদের যাদের মূল বেতন মাসিক ১৬ হাজার টাকা কিংবা তার বেশি তারাই শুধু ‘খ’ শ্রেণিতে রয়েছেন।

সূত্র জানায়, যাদের মূল বেতন ১৬ হাজার টাকার কম তারা অর্থাৎ ১১ থেকে ১৬তম গ্রেডের বাকি সবাই ‘গ’ শ্রেণিতে রয়েছেন। এছাড়া ফরেস্ট গার্ড, পুলিশ কনস্টেবল (প্রধান কনস্টেবল ব্যতীত), জেল ওয়ার্ডার, পেটি অফিসার, কিশোর অপরাধী সংশোধনী প্রতিষ্ঠানের দ্বাররক্ষীসহ ১৭ থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের ‘ঘ’ শ্রেণিতে রাখা হয়েছে।

‘ক’ শ্রেণিতে ৭৮ হাজার টাকা এবং তার ওপরে যারা মূল বেতন পান তারা বর্তমানে এক হাজার ৪০০ টাকা করে সাধারণ হারে ভাতা পাচ্ছেন। ৭১ হাজার ১ টাকা থেকে ৭৭ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত যাদের মূল বেতন তারা ১ হাজার ২২৫ টাকা দৈনিক সাধারণ ভাতা পাচ্ছেন। এছাড়া ৫০ হাজার ১ টাকা থেকে ৭১ হাজার টাকা পর্যন্ত মূল বেতনধারীরা এক হাজার ৫০, ২৯ হাজার ১ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ৮৭৫ টাকা এবং ২২ হাজার থেকে ২৯ হাজার পর্যন্ত ৭০০ টাকা করে দৈনিক সাধারণ ভাতা পাচ্ছেন।

‘খ’ শ্রেণিতে ২৯ হাজার টাকার কম মূল বেতনধারী এবং ১০ম গ্রেডের সব কর্মচারি ৪৯০ টাকা এবং ১৬ হাজার টাকা বা তার বেশি বেতন গ্রহণকারী ১১ থেকে ১৬তম গ্রেডের সব কর্মচারি ৪২০ টাকা করে দৈনিক সাধারণ ভাতা পাচ্ছেন।

‘গ’ শ্রেণিতে ‘খ’ শ্রেণি ছাড়া ১১ থেকে ১৬ গ্রেডের সবাই ৩৫০ টাকা এবং ‘ঘ’ শ্রেণিতে ১৭ থেকে ২০তম গ্রেডের সবাই ৩০০ টাকা করে সাধারণ ভাতা পাচ্ছেন।

ভ্রমণের দূরত্ব নির্বিশেষে সড়ক পথে ভ্রমণের জন্য ‘ক’ শ্রেণিভুক্তরা প্রতি কিলোমিটারের জন্য ৩ টাকা ৭৫ পয়সা, ‘খ’ শ্রেণি ৩ টাকা, ‘গ’ শ্রেণি ২ টাকা ২৫ পয়সা এবং ‘ঘ’ শ্রেণি ১ টাকা ৫০ পয়সা হারে ভাতা পাবেন। এছাড়া রেলপথে ভ্রমণ, সমুদ্র বা নদীপথে স্টিমার/জাহাজ/লঞ্চে ভ্রমণ, বাস ও বিমানে ভ্রমণের ভাতা পুনঃনির্ধারন করা হয়েছে।

বদলিজনিত ভ্রমণ ভাতার ক্ষেত্রে ট্রেন/স্টিমার/লঞ্চ/জাহাজে ভ্রমণে নিজের জন্য প্রাপ্য শ্রেণির তিনটি ভাড়া, পরিবারের প্রত্যেক সহগামী (স্ত্রীসহ সর্বোচ্চ তিনজন) সদস্যের জন্য একটি পূর্ণ ভাড়া। সড়ক পথে ভ্রমণের ক্ষেত্রে নিজের জন্য প্রাপ্য শ্রেণির দুটি ভাড়া। পরিবারের প্রত্যেক সহগামী (স্ত্রীসহ সর্বোচ্চ তিনজন) এবং বিমানে নিজের জন্য প্রাধিকার অনুযায়ী একটি ভাড়া পাবেন।

বদলির সময়ে পরিবহনের জন্য নিজস্ব মালামালের পরিমাণ এবং প্যাকিং চার্জেও প্রাপ্যতা অনুযায়ী ‘ক’ শ্রেণি একাকী ভ্রমণের ক্ষেত্রে ১৫০০ কেজি, সপরিবারে ভ্রমণের ক্ষেত্রে ২৩০০ কেজির জন্য প্যাকিং চার্জ হিসেবে পাবেন ২২৫০ টাকা। ‘খ’ শ্রেণির কর্মচারি একাকী ভ্রমণের ক্ষেত্রে ৮০০ কেজি, সপরিবারে ভ্রমণের ক্ষেত্রে ১২০০ কেজির প্যাকিং চার্জ হিসেবে পাবেন ৭৫০ টাকা এবং ‘ঘ’ শ্রেণির কর্মচারি একাকী ভ্রমণের ক্ষেত্রে ২০০ কেজি, সপরিবারে ভ্রমণের ক্ষেত্রে ৩০০ কেজির জন্য প্যাকিং চার্জ পাবেন ৪০০ টাকা। বদলিজনিত মালামাল পরিবহনের ক্ষেত্রে ব্যক্তিগত মালামাল এক কিলোমিটার পরিবহনের জন্য প্রতি কেজির ভাড়া বাবদ দুই টাকা হারে এবং সঙ্গে প্যাকিং চার্জ দেওয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন

  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে