সরকারি নজরদারি হলে জানাবে ফেসবুক
আপনার প্রোফাইলে সরকারি নজরদারি হলে এ বিষয়ে সতর্ক করে দেবে ফেসবুক। এ জন্য ২ মাস আগে নতুন একটি ফিচার চালু করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। ফেসবুকের বরাত দিয়ে ব্যবহারকারীদের নিরাপত্তা আরও জোরদার করার উদ্যোগের এ খবর জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ। ফেসবুকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্স স্টমাস ফেসবুকে নিজের ব্লগে লিখেছেন, ‘আমাদের যদি মনে হয়, সরকারি কোনো গোয়েন্দা সংস্থা আপনার প্রোফাইলের দিকে নজর রাখছে, তাহলে আমরা এখন থেকে আপনাকে সে বিষয়ে সতর্ক করে দেব।’
তবে কিভাবে তারা সরকারি নজরদারির বিষয়টি নিশ্চিত হবে, সে বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এ বিষয়ে স্টমাস বলেছেন, ‘আমাদের নিরাপত্তার খাতিরে সব সময় সব কারিগরি বিষয় আমরা ব্যাখ্যা করতে পারি না। তবে পুরোপুরি নিশ্চিত হওয়ার পরই আমরা ব্যবহারকারীদের সরকারি নজরদারির বিষয়ে জানাব।’ সরকারি নজরদারির কোনো লক্ষণ ধরা পড়লে ব্যবহারকারীকে সেটা নোটিফিকেশনের মাধ্যমে জানাবে ফেসবুক। প্রতিষ্ঠানটির ইঞ্জিনিয়াররা আশা করছেন, নোটিফিকেশন পাওয়ার পর নিজের তথ্য এবং অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পারবেন সরকারি নজরদারির শিকার ব্যবহারকারীরা। ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সর্বোচ্চ অগ্রাধিকার দেবে ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিরাপত্তাকে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন