সরকারি পোস্টারে মুস্তাফিজ, দেশের ইতিহাসে প্রথম

অভিষেকের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়েছেন বিস্ময়বালক মুস্তাফিজুর রহমান। এদিকে জনপ্রিয় ঘরোয়া লিগ আইপিএলেও প্রতিটি ম্যাচে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন এই কাটার মাস্টার।
এরই সুবাদে পরিকল্পনা কমিশনের দেয়ালে স্থান পেয়েছে মুস্তাফিজের ছবি। আর এসব ছবি স্থাপন করা হয়েছে স্বয়ং পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নির্দেশেই। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির পাশে স্থান পেয়েছে তরুণ এ সেনশেসনের ছবি।
আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের প্রধান গেটে পাশাপাশি তিনটি ছবি টানানো হয়েছে। ছবি’র শিরোনাম দেয়া হয়েছে ‘সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’। মঙ্গলবার দুপুরে একনেক সভা শেষে ছবিগুলো পরিদর্শন করেন পরিকল্পনা মন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, ‘মুস্তাফিজ বাংলাদেশকে অনেক উচ্চতায় নেয়ার পাশাপাশি সম্মানিত ও প্রশংসিত করেছেন। আমাদের উচিত মুস্তাফিজকে সব ধরনের সাপোর্ট দেয়া’। ‘এটাও (ছবি স্থাপন) ধরে নেয়া যেতে পারে, মুস্তাফিজকে সম্মান জানানো’।
সবচেয়ে বড় কথা কোনো খেলোয়াড়ের ছবি পরিকল্পনা কমিশনের দেয়ালে টানানো বাংলাদেশের ইতিহাসে প্রথম।
এমনকি পরিকল্পনা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে আলাপচারিতায় তারা উল্লেখ করেন, ‘বিশ্বেও এই ঘটনা অদ্বিতীয়’। ‘বিশ্বের বিভিন্ন দেশে ফুটবল, ক্রিকেট বা অন্যান্য খেলায় পৃথিবী জুড়ে বিখ্যাত বিভিন্ন খেলোয়াড় রয়েছে’। সে সব দেশে সর্বোচ্চ ক্রীড়া মন্ত্রণালয়ে ওইসব খেলোয়াড়দের ছবি স্থান পায়। কিন্তু মুস্তাফিজের বিষয়টি ভিন্ন এবং এতো বড় আকারের ছবি সম্ভবত বিশ্বে অদ্বিতীয়।
এদিকে একনেক সভা শুরুর আগে আইপিএলে মুস্তাফিজের পারদর্শিতা এবং ম্যাজিকাল স্পেলের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি বলেন, ‘ক্রিকেটে মুস্তাফিজের অবদানের জন্য জাতি হিসেবে আমরা গর্বিত’।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন