সরকারি সহযোগিতা না পেয়ে ইলিশ ধরছে জেলেরা

সরকারি সহযোগিতা না পেয়ে রাজবাড়ীর ৮ হাজার ৯শ ৮২ জন নিবন্ধিত জেলে জেল-জরিমানা উপক্ষো করেই প্রজনন মৌসুমে ইলিশ শিকারে নদীতে নামছে।
প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা নিষেধ থাকলেও মাছ ধরার ইঞ্জিন চালিত নৌকা পদ্মার বিভিন্ন পয়েন্টে উল্লেখ্য হারে চোখে পড়ছে। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার সময় আইন শৃঙ্খলা বাহিনী ও জেলা মৎস অধিদফতরে অভিযানে অনেক জেলের জেল-জরিমানা, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হলেও তেমন ভীতি সৃষ্টি হচ্ছে না জেলেদের মধ্যে।
তাছাড়া মাছ না ধরা অনেক জেলের অভিযোগ, মৎস অধিদফতরের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার পূর্বে নদীতে মাছ শিকারে থাকা জেলেদের জানিয়ে দেওয়া হয় অভিযানের কথা।
জেলা মৎস অধিদফতরের তথ্যানুযায়ী, ১২ অক্টোবর থেকে ১৯ অক্টোবর ২৭টি মামলার মাধ্যমে ৭৯ জন জেলেকে বিভিন্ন মেয়াদে জেল ও ৪৭ জন জেলেকে অর্থদণ্ডের মাধ্যমে ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলে আবু বক্কর সিদ্দিক ও মো. জব্বার খা জানান, গত মৌসুমে কার্ড পেলেও আজ পর্যন্দ কোনো সাহায্য সহযোগিতা তারা পাননি। নদীতে নামতে পারছি না, তাহলে সংসার চলবে কী করে। বাধ্য হয়ে আমার নদীতে নেমেছি। অভিযানের ভয়ে মাছ মারি কিন্তু বেচতে গেলে দাম পাই না। আবার অনেকে ভয় দেখায়।
জেলা মৎস কর্মকর্তা মোহা. মজিনুর রহমান জানান, রাজবাড়ী মৎস অধিদফতর নিরলস ভাবে কাজ করে চলেছে। জেলায় ৮ হাজার ৯শ ৮২ জন নিবন্ধিত জেলে রয়েছে। এ জেলেদের ভিজিএফ চাল প্রদানের ব্যবস্থা এখনো করতে পারিনি। ১৪টি জেলায় নিবন্ধিত জেলেদের মধ্যে এ চাল বিতরণ করা হচ্ছে, এর মধ্যে রাজবাড়ী নেই। তবে রাজবাড়ীর জেলেদের মধ্যে যেন চাল বিতরণ করা হয় সেজন্য চেষ্টা করে যাচ্ছি।
অভিযানের কথা আমাদের দফতর থেকে বিভিন্ন জেলেদের জানানো হচ্ছে সেটা আমিও শুনেছি, তবে এর সত্যতা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন