তাবেলা হত্যাকাণ্ড
‘সরকারের নির্দেশে বিএনপির নেতাদের জড়ানো হয়েছে’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেছেন, ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যায় সরকারের নির্দেশে বিএনপির নেতাদের জড়িয়ে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় রিজভী আহমেদ এ অভিযোগ করেন।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “র্যাবের ডিজি বলছেন, তাবেলা হত্যার সঙ্গে নিউ জেএমবির নেতারা জড়িত। আর তার পরেই ডিবির জয়েন্ট কমিশনার বলছেন, ‘না, আমরা তদন্ত করে দেখেছি যে এটার মধ্যে কাইয়ুম সাহেব এবং তাঁর ভাইরা জড়িত।’ তাবেলা হত্যাকাণ্ডে বিএনপি নেতাদের, কাইয়ুম-মতিনকে জড়িত করা, এটা হচ্ছে একটা ষড়যন্ত্র। আজকে তাদের ডিবেটের মধ্য দিয়ে এটা প্রমাণ হয়ে গেল। একজন এক কথা বলছেন, আরেকজন আরেক কথা বলছেন। সরকার যা বলেছে, সেভাবেই চার্জশিট সাজানো হয়েছে। তাদের মনের মাধুরী মিশিয়ে এই চার্জশিট তৈরি করা হয়েছে শুধু বিএনপি নেতাদের এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত করার জন্য।”
বিএনপি নেতাদের রাজনীতি থেকে দূরে রাখার কৌশল হিসেবেই সরকারের নির্দেশে পুলিশ এই চার্জশিট দিয়েছে বলেও এ সময় অভিযোগ করেন রুহুল কবির রিজভী।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন