সরকারের সৌভাগ্য বিএনপির সংলাপ প্রস্তাব

সংলাপের জন্য বিএনপির প্রস্তাব সরকারের জন্য সৌভাগ্য বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।
আজ শনিবার বিকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন রিপন।
আজ গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।
খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী সেখানে বলেন, “যে মানুষ পুড়িয়ে মারে। তার সঙ্গে বসার ইচ্ছা নাই।” তিনি আরো বলেন, “উনি যদি বলেন যুদ্ধাপরাধীদের বর্তমানে যে বিচার হচ্ছে তা ঠিক, তখন বসার যোগ্যতা অর্জন করবেন।”
রিপন বলেন, সংলাপের আহ্বান বিএনপির দুর্বলতা নয়। সরকার এত নির্যাতন চালানোর পরও বিএনপি যে সংলাপের প্রস্তাব দিয়েছে, এটা সরকারের জন্য সৌভাগ্য।
রিপন বলেন, যুদ্ধাপরাধের বিচার নিয়ে বিএনপির অবস্থান অত্যন্ত স্পষ্ট। বিএনপি মানবতাবিরোধী অপরাধের সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের বিচার চায়। নিছক রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোনো বিচার নয়।
রিপন বলেন, “যুদ্ধাপরাধের বিচার নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন মহলের নানা পর্যবেক্ষণ রয়েছে। এ পর্যবেক্ষণগুলো ‘মিট’ করা সরকারের দায়িত্ব।”
আইএস নিয়ে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে রিপন বলেন, এ তথ্য সমগ্র জাতিকে উৎকণ্ঠিত করেছে। তিনি বলেন, দেশ ও জনগণকে বাঁচাতে হলে সর্বদলীয় বৈঠক, জাতীয় ঐক্য ও জাতীয় সংলাপ হতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন