‘সরকার ও নির্বাচন কমিশন যমজ ভাই’
সরকার ও নির্বাচন কমিশন (ইসি) ‘যমজ ভাইয়ের মতো আসন্ন ইউপি নির্বাচনকে আরেকটি দখলবাজি মহড়ার উৎকৃষ্ট মডেল বানাতে চায়’ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন। এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে না দেওয়া, জোর করে মনোনয়নপত্র কেড়ে নেওয়া, প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ও ভয়ভীতি দেখানো অভিযোগ করেন।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘জনগণ জানে, আসন্ন ইউপি নির্বাচনের পরিণতি কী হবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত না এই জবরদখলকারী সরকারের পতন ঘটবে, ততদিন পর্যন্ত মানুষ তার অধিকার ফিরে পাবে না, বহুদলীয় গণতন্ত্রে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের অধিকার নিশ্চিত হবে না। একমাত্র আন্দোলনের পথই হচ্ছে চূড়ান্ত পথ। এই সরকারের অধীনে নির্বাচন মানেই দখলবাজি আর কেড়ে নেওয়ার মহোৎসব।’
‘বর্তমান ইউপি নির্বাচনেও মনোনয়নপত্র জমা দেওয়ার সময় থেকেই শুরু হয়েছে আওয়ামী শাসকগোষ্ঠীর নির্বাচনবিনাশী চরিত্রের বীভৎস আত্মপ্রকাশ। আর নির্বাচনের জন্য বিরোধী দলের প্রার্থীরা নির্বাচনী কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলে তাদের বাধা দেওয়া হয় এবং তাদের মনোনয়নপত্র ছিঁড়ে ফেলা হয়। অথচ আওয়ামী লীগদলীয় ইউপি চেয়ারম্যান প্রার্থীরা দলের মনোনয়ন পাওয়াটাকেই তারা বিজয়ী হয়েছেন বলে মনে করছেন, যা এরই মধ্যে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।’
রিজভী অভিযোগ করেন, বাগেরহাটের চিতলমারী, ঝালকাঠির নলছিটি, খুলনার তেরখাদা, সাতক্ষীরার কলারোয়া, মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা বিএনপিদলীয় চেয়ারম্যান পদপ্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হয়নি। এসব স্থানে প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে সরকারদলীয় নেতাকর্মীরা হুমকি দিচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন