রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে: আমিনুল হক

খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে জীবনযাপন করছেন উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন, ‘আওয়ামী সরকার নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।’

তিনি বলেন, ‘এই আওয়ামী সরকারের কাছে আমাদের নেত্রীর জন্য তার পরিবার, দলীয়ভাবে এবং বিদেশি গণতন্ত্রকামী মানুষ ও চিকিৎসকরা বার্তা দিয়েছে বিদেশে উন্নত চিকিৎসার জন্য, তারপরও তারা সাড়া দেয়নি। এর বিচার একদিন বাংলাদেশের মাটিতে হবেই। এদেশের মানুষ আওয়ামী সরকারকে ক্ষমা করবে না।’

মঙ্গলবার পল্লবীর ২ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তরের পল্লবী-রুপনগর থানা বিএনপির আয়োজনে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আমিনুল হক বলেন, ‘আল্লাহ না করুক খালেদা জিয়ার যদি কিছু হয়, আপনারা কি ঘরে বসে থাকবেন? আমাদের কিন্তু দায়বদ্ধতা রয়েছে। আমাদের শুধু সভা সমাবেশ করলেই হবে না। আজকে গণতন্ত্রের যে প্রতিক, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এদেশের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছেন যিনি, সেই নেত্রী বেগম খালেদা জিয়া আজ মৃত্যু পথযাত্রী।’

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘আজকে আওয়ামী সরকার আক্রোশ- প্রতিহিংসা থেকে বেগম খালেদা জিয়াকে হত্যার জন্য পরিকল্পনা করছেন। এই পরিকল্পনা ভেস্তে দিতে সবাইকে রাজপথে থাকতে হবে। রাজপথে আন্দোলন করতে হবে। রাজপথ ছাড়া কিন্তু কখনো কোন ফয়সালা হয়নি।’

এর আগে সকাল থেকে এতিম বাচ্চা ও মুসুল্লিদের দিয়ে পবিত্র কোরআন খতম করা হয়। পরিশেষে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করা হয়।

এ সময় তাঁতী দলের সভাপতি আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের ইয়াছিন আলী, ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তাফিজুর রহমান সেগুন, আতাউর রহমান চেয়ারম্যান, আখতার হোসেন, হাজী মোস্তফা জামান, মহানগর সদ্য সাবেক সদস্য হাজী মো. ইউসুফ, এবিএমএ রাজ্জাক, ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর, মাহাবুব আলম মন্টু, আলাউদ্দিন সরকার টিপু কাউন্সিলর সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর মোল্লা, আহসান হাবিব মোল্লা, আবুল হোসেন আব্দুল, মহিলা দলের লাইলী বেগম, যুবদলের সাজ্জাদুল মেরাজ, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ, সেচ্ছাসেবক দলের মহসিন সিদ্দিকী রনী, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, রুপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আউয়াল ইসলাম তপন, যুবদলের গোলাম কিবরিয়া, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা মাস্টার, সাধারণ সম্পাদক মো. মামুন, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, ৯১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মিয়াসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পূর্ব ঘোষিত এ কর্মসূচি অনুযায়ী ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ডে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মহানগর বিএনপির সাবেক কমিটির যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দ ছাড়াও স্হানীয় নেতাকর্মীরা অংশ নেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঢাকা-অটোয়ার সম্পর্ক জোরদারে তৌহিদ ও মেলানির আলোচনা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলিবিস্তারিত পড়ুন

বিশ্বনেতাদের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথম বিদেশ সফরেবিস্তারিত পড়ুন

আন্দোলনের সকল শহিদ এবং আহতদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে: নাহিদ ইসলাম

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহিদ এবং আহতদের নাম তালিকায়বিস্তারিত পড়ুন

  • ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ২৬ হাজার, মৃত্যু বেড়ে ১৩৮
  • ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ গঠনের আহ্বান ছাত্রশিবিরের
  • আওয়ামী লীগকে ছাড়া রাষ্ট্র সংস্কার ও নির্বাচন অসম্ভব: জয়
  • দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের আহ্বান জিএমপি কমিশনারের
  • বার নির্বাচনে জালিয়াতি: আনিসুল হক, এম আমিন উদ্দিনসহ ৪০ জনের নামে মামলা
  • খেলাধুলায় কর্মোদ্দীপনা ও মনোবল বৃদ্ধি পায়: মাইনুল হাসান
  • দুর্গাপূজায় ভারত যাচ্ছে তিন হাজার টন ইলিশ
  • প্রচলিত দলগুলো জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে তরুণদের দল গঠন করতে হবে: ফরহাদ মজহার
  • কলেজছাত্র ইলহামের চিকিৎসায় তারেক রহমানের বিশেষ উদ্যোগ
  • সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে: হাসান আরিফ
  • রাষ্ট্র সংস্কার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বানে ড. ইউনূসকে ৪ মার্কিন সিনেটরের চিঠি 
  • জাতিসংঘ অধিবেশনে বিশ্বব্যাপী অস্থিরতা নিরসনের প্রচেষ্টাই মূখ্য হয়ে উঠবে