বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

সরকার খালেদা জিয়াকে ভয় পায় : নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘খালেদা জিয়াকে এ সরকার ভয় পায়। তাঁকে রাজনীতি করতে দিতে চায় না। তাঁর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’ তিনি আরো বলেন, ‘কেউ বিশ্বাস করে না এ মামলায় প্রমাণ করা যাবে যে তিনি দেশদ্রোহী। তারপরেও সরকার এ অপচেষ্টা চালাবে।’

আজ শনিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করার প্রতিবাদে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সমাবেশে নজরুল ইসলাম খান এ কথা বলেন। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে নজরুল ইসলাম খান বলেন, ‘ভোটারবিহীন নির্বাচনী প্রহসনের মাধ্যমে ক্ষমতা দখল করে আছে যারা, তাদের পরিচয় আজ দেশে-বিদেশে একটাই। সেটা হলো এ সরকার মানুষের অধিকার হরণকারী গণতন্ত্র ধ্বংসকারী এবং স্থানীয়ভাবে একটা মামলাবাজ এবং হামলাবাজ সরকার। খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে।’

নজরুল ইসলাম খান আরো বলেন, ‘যখন কাউকে বলা হবে, তিনি রাষ্ট্রদ্রোহী বা দেশদ্রোহী এর চেয়ে বড় গালি আর হতে পারে না। আর সে গালিটা কাকে দেওয়া হলো? যিনি সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে আপসহীনভাবে লড়াই করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন।’

নজরুল ইসলাম খান আরো বলেন, ‘যে কারণে তাঁকে দেশদ্রোহী বলা হচ্ছে, এ কারণে তাঁকে দেশদ্রোহী বলার আগে এ দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, যুদ্ধকালীন সময়ে জনপ্রিয় রেডিও ব্যক্তিত্ব এম আর আখতার মুকুল এবং এ দেশের বহু নামকরা লেখক, বুদ্ধিজীবীদের একই মামলায় অভিযুক্ত করা যায়।’ তিনি আরো বলেন, ‘রেকর্ড বলছে, দেশ স্বাধীনের পর তৎকালীন সরকারপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে কমিটি করে দিয়েছিলেন শহীদদের সংখ্যা নিরূপণের জন্য। প্রথম যখন মাত্র ২৮, ২৯ হাজার নাম আসল, তখন এটা বিশ্বাসযোগ্য না, কারো কাছেই বিশ্বাসযোগ্য নয়। তিনি নির্দেশ দিলেন যে বলো, এ তালিকায় যার নাম পাওয়া যাবে, তদন্তে সঠিক প্রমাণিত হলে তাদেরকে টাকা দেওয়া হবে। দুই হাজার করে টাকাও দেওয়া হয়েছিল। কিন্তু সেখানেও এক লাখ না দুই লাখ কত হাজার নাম পাওয়া গিয়েছিল। ড. সাত্তারের নেতৃত্বে সে কমিটি হয়েছিল, তা ছিল ১২ জনের। তাহলে এদের সবাইকে দেশদ্রোহের মামলায় অভিযুক্ত করা লাগে।’

নজরুল ইসলাম খান আরো বলেন, ‘যাঁরা দেশের জন্য জীবন দিয়েছেন, তাঁদের নাম ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হোক, এটা কি তাঁদের প্রাপ্য না?’ তিনি আরো বলেন, ‘মুক্তিযোদ্ধাদের তালিকা হয়েছে। ভাতাও পাচ্ছি। কিন্তু যারা জীবন দিয়েছে তারা কোথায়? তাদের পরিবারকে জানানো, তাদের সম্মান জানানো কি আমাদের রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে না?’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান।

এই সংক্রান্ত আরো সংবাদ

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু

দেশের মানুষের মনোবাসনা বুঝে স্বচ্ছ রাজনীতির আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ীবিস্তারিত পড়ুন

বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা

বগুড়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৫৭ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে বগুড়া সদর থানায় গাবতলীর নিহত বিএনপি নেতা জিল্লুর রহমানের স্ত্রী খাদিজা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের একদফা আন্দোলনে গিয়ে সংঘর্ষের সময় শহরের ঝাউতলা এলাকায় নিহত হনবিস্তারিত পড়ুন

  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল
  • বিএনপির টপ টু বটম দুর্নীতিতে জড়িত: কাদের
  • চার্জ গঠন বাতিল চেয়ে রিট করবেন ড. ইউনূস