‘সরকার গোপনে রাষ্ট্রের বিরুদ্ধে অনেক কিছু করছে’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকার গোপনে রাষ্ট্রের বিরুদ্ধে অনেক কিছু করছে যা দেশের মানুষ জানেন না। আবার তারা অন্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে ২০ দলীয় জোট শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলডিপির সভাপতি ড. কর্নেল অলি আহমদ বীর প্রতীক।
খালেদা জিয়া বলেন- কে কী পাব, সেটা আজ বড় কথা নয়। বড় কথা হলো- গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, দেশটাকে রক্ষা করতে হবে ও মানুষের কল্যাণে আবারও ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
বর্তমান সরকারকে ব্যর্থ, অথর্ব, অযোগ্য ও খুনি হিসেবে আখ্যায়িত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকার নিজেই রাষ্ট্রদ্রোহী কাজ করছে, যা জনগণ অনেক কিছু জানতে পারছে না।
ইফতার মাহফিলে অংশ নেন―এলডিপি মহাসচিব ড. রেজোয়ান আহমেদ, জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা আবদুল হালিম, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, জাতীয় গণতানন্ত্রিক পার্টির (জাগপা) শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খন্দকার গোলাম মুর্তজা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ ভাসানীর সভাপতি অ্যাডভোকেট আজহারুল ইসলাম, খেলাফত মজলিসের নায়েবে আমির মজিবুর রহমান পেশওয়ারী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আমমেদ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সিনিয়র যুগ্ম মহাসচিব শাহদাত হোসেন সেলিম, জাতীয় পার্টি (কাজী জাফর) আহসান হাবীব লিংকন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন