সরকার থেকে বেরোনোর চেষ্টা করবে জাপা
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগেই জাতীয় পার্টি (জাপা) সরকার থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে বলে জানিয়েছেন দলের কো-চেয়ারম্যান জি এম কাদের।
আজ বুধবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে দলীয় কাউন্সিলের প্রস্তুতি সভায় কাদের এ কথা বলেন। আর তা না হলে পৌরসভার মতো ইউপি নির্বাচনেও দলীয় প্রার্থীর ভরাডুবি হবে বলে তাঁর আশঙ্কা।
সভায় আরো উপস্থিত ছিলেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। সবশেষ প্রেসিডিয়াম বৈঠকে একটি অংশের উপস্থিত না হওয়া প্রসঙ্গে জি এম কাদের বলেন, অনেকে অসুস্থতার কারণে সেই বৈঠকে আসতে পারেননি। জাতীয় পার্টির নবজাগরণ সৃষ্টি হয়েছে মন্তব্য করে তিনি নেতা-কর্মীদের দলের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।
সম্প্রতি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরকে মনোনীত করেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। এ ছাড়া জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে সরিয়ে মহাসচিব হিসেবে রুহুল আমিন হাওলাদারকে পুনর্বহাল করা হয়।
বর্তমানে দশম সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করছে জাতীয় পার্টি।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন