সরকার বিএনপির বিরুদ্ধে কল্পকাহিনী তৈরি করছে: নজরুল
জনদৃষ্টি ভিন্নখাতে সরিয়ে দিতে সরকার বিএনপির বিরুদ্ধে নানা কল্পকাহিনী তৈরি করছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
নজরুল ইসলাম খান বলেন, “আজকে জনগণ যখন বাংলাদেশ ব্যাংকের টাকা লুণ্ঠনের প্রতিবাদ জানায়; জনগণ যখন জানতে চায় আসলে কারা এর সঙ্গে জড়িত; যখন আমাদের প্রধানমন্ত্রীর ছেলের অ্যাকাউন্টের ৩০০ মিলিয়ন ডলার নিয়ে অভিযোগ উঠে; এ নিয়ে যখন আলোচনা-সমালোচনা চলতে থাকে। তখন জনগণের দৃষ্টি অন্য দিকে সরিয়ে দেয়ার জন্য মোসাদ চক্রান্ত আবিষ্কার করা হয়।
“সরকার জনগণের দৃষ্টি অন্যত্র ফেরানোর জন্য এ ধরনের নানা বানানো কল্পকাহিনী ও গল্প করছে বিএনপির বিরুদ্ধে। এ ধরনের চক্রান্ত চলতে থাকবে।” এ ব্যাপারে নেতা-কর্মীদের ‘বিভ্রান্ত’ না হয়ে সজাগ থাকার আহ্বান জানান নজরুল ইসলাম খান।
ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পাটির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে চট্টগ্রামের বিএনপি নেতা আসলাম চৌধুরীর একটি ছবি সম্প্রতি গণমাধ্যমে প্রকাশের পর থেকে তা নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যে তাকে ঢাকায় গ্রেপ্তার করে সোমবার সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে পাঠায় আদালত। সরকারে তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, আসলাম চৌধুরী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছিলেন।
বিএনপির বিরুদ্ধে ইসরায়েলকে জড়িয়ে সরকারী ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করে দিয়ে নজরুল ইসলাম খান বলেন, “এসব অবিশ্বাস্য গল্প। বিএনপি ধর্মনিরপেক্ষ দল নয়। বিএনপি আল্লাহর উপর অসীম আস্থা ও বিশ্বাস রাখার দল। সেই দল যাবে ইজরায়েলের সঙ্গে যুক্ত হয়ে ষড়যন্ত্র করতে? যে ইজরায়েল লক্ষ লক্ষ ফিলিস্তিনি মুসলামানদের মেরেছে, তারা ইসলামবিরোধী শক্তি। এটা অসম্ভব।”
নয়া পল্টনে বিএনপি মহানগর কার্যালয়ের মওলানা ভাসানী মিলনায়তনে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের উদ্যোগে ‘বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে জিয়া পরিবারের অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সংগঠনের সভাপতি আলমগীর হোসেন লাবুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে আবদুল গফুর ভূঁইয়া, ফুটবলার আমিনুল হক বক্তব্য রাখেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন