`সরকার মানুষের ভাগ্যউন্নয়নে কাজ করে চলেছে’
সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেছেন, আ’লীগ ক্ষমতায় আসার পর থেকে মানুষের ভাগ্য উন্নয়নে সকল প্রকার উন্নয়ন মূলক কাজ করে চলেছে। যার প্রতিফলন আপনারাই দেখতে পাচ্ছেন। শার্শার প্রায়ই সমগ্র এলাকায় জোট সরকারের আমলে এমপি মন্ত্রীরা উন্নয়নের নামে জনগণের সাথে ধাপ্পাবাজি করে গেছে। বিদ্যুৎ দেয়ার নামে খুটি (খাম্বা) পুতলেও বিদ্যুতের আলো দেখা কল্পনাতেই থেকে যায়।
শুক্রবার বিকেলে শার্শার মাটিপুকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নতুন বিদ্যুতের সংযোগ উদ্বোধনকালে চেয়ারম্যান আলহাজ আয়নাল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, এ এলাকার বিএনপি নেতৃবৃন্দ আপনাদের সাথে প্রতারনা করে ভোট নিয়েছে। ভোটে নির্বাচিত হয়েও জনগণের সাথে ধাপ্পাবাজি করেছে। আপনারা ভুলে গেছেন কি না জানি না। আমার কিন্তু আজো মনে আছে জোট আমলের হামলা মামলা নির্যাতন ধর্ষনের কাহিনী। ওরা এ এলাকার বোবা কামালকেও ছাড়েনি। বাবা-মাকে খাটের সাথে বেধে দুই বোনের উপর চালায় পাশবিক নির্যাতন। আজো পঙ্গত্ব বরণ করছে কয়েকজন আওয়ামীলীগ কর্মী সমর্থক। আপনারা তাদের একদিন ভোটের মাধ্যমে নির্বাচিত করেছিলেন। আবার তাদের হাতে নির্যাতিত হয়ে ভোটের মাধ্যমে তাদেরকেই ছুঁড়ে ফেলে দিয়েছেন।
এ সময় আরো বক্তব্য রাখেন যশোর-২এর সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির। তিনি বলেন, আমার মনে হয় স্বাধীনতার পর বর্তমান সরকারের সময়কালীন শার্শায় যে উন্নয়ন হয়েছে তা আর কখনো হয়নি। আর এ উন্নয়ন সম্ভব হয়েছে একমাত্র শেখ আফিল উদ্দিনের কারণে। তিনি তার নির্বাচনী এলাকায় উন্নয়নের জন্য মন্ত্রণালয় ঘুরে বেড়ান। আমি জানতে পেরেছি শার্শায় এ পর্যন্ত তিনি ১শ’ ৮০কিলো মিটার বিদ্যুত লাইন নির্মাণ করেছেন। যা বাংলাদেশের কোথাও সম্ভব হয়নি।অনুষ্ঠান শেষে ৫৬০টি পরিবারের মাঝে বিদ্যুতের সংযোগ প্রদানের উদ্বোধন করেন সংসদ সদস্য।
এই সংক্রান্ত আরো সংবাদ
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন
শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন
জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন