সর্বকালের ‘ব্যয়বহুল’ বিয়ে বিচ্ছেদ
সমঝোতা চুক্তির মাধ্যমে সমাপ্তি ঘটতে যাচ্ছে সর্বকালের ‘ব্যয়বহুল’ ডিভোর্স মামলার। রাশিয়ান ধনকুবের ও ফরাসি ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন স্পোটিং দি মোনাকোর মালিক দিমিত্রি রাইভোলভ এবং তার সাবেক স্ত্রী এলিনার মধ্যে এ ডিভোর্স সম্পন্ন হচ্ছে। তবে কত টাকায় এ চুক্তি হচ্ছে তা জানা যায়নি। ২০১৪ সালের মে মাসে এক সুইস আদালত রায়ে এলিনাকে ডিভোর্সের জন্য চার বিলিয়ন সুইস ফ্রাঙ্ক (৪.২ বিলিয়ন ডলার) দেওয়ার নির্দেশ দেন রাইভোলভকে, যা তার মোট সম্পত্তির প্রায় অর্ধেক। তখন ধারণা করা হয় এটিই সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্স। এরপর জেনেভার আপিল আদালত গত জুন মাসে ৫৬৪ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক দেয়ার আদেশ দেন। এরপরই এই দম্পতি এই চুক্তিতে উপনীত হলো। মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে এই জুটি চুক্তির বিষয়টি জানান। তবে কত টাকায় চুক্তি হয়েছে তা তারা প্রকাশ করেননি। এলিনার আইনজীবী বলেন, আদালত সম্পত্তির হিসাব করেছেন ২০০৫ সালকে ভিত্তি করে, ২০০৮ সাল হিসেবে নয়। এই দম্পতি সাইপ্রাসে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২৩ বছর সংসার শেষে ২০০৮ সালে তারা ডিভোর্সের সিদ্ধান্ত নেন। এর পর থেকেই তাদের মধ্যে ডিভোর্সের হিসাব সংক্রান্ত মামলা চলছিল। সূত্র : হিন্দুস্তান টাইমস
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন