সর্বোচ্চ পারিশ্রমিক রকের
২০১৬ সালে বিশ্বের সব থেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা এবং অভিনেত্রীদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। তালিকায় অভিনেতাদের মধ্যে শীর্ষে রয়েছেন ডোয়েন জনসন ওরফে দ্য রক। রেসলিং-এর রিং থেকে বড় পর্দায় এসে রক যে কোনও ভুল করেননি, সেটা এই তালিকার দিকে চোখ বোলালেই বোঝা যায়। তিনি বাৎসরিক পারশ্রমিক পান ৬ কোটি ৪ মিলিয়ন মার্কিন ডলার। এরপরই রয়েছেন জ্যাকি জান। তার পারিশ্রমিক ৬ কোটি ১ মিলিয়ন মার্কিন ডলার।
তালিকার আট নম্বরে রয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান। তার বাৎসরিক পারিশ্রমিক ৩ কোটি ৩ মিলিয়ন মার্কিন ডলার। আর ৩ কোটি ১৫ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক পেয়ে এই তালিকার ১০ নম্বরে রয়েছেন বলিউডের ‘রুস্তম’ অক্ষয় কুমার। তাদের থেকে খানিকটা পিছিয়ে পড়েছেন বজরঙ্গী ভাইজান। সালমান খান এই তালিকায় রয়েছেন ১৪ নম্বরে। অমিতাভ বচ্চন রয়েছেন ১৮ নম্বরে।
এবারই অস্কার পাওয়া লিওনার্দো দ্য ক্যাপ্রিও রয়েছেন ফোর্বসের এই তালিকার ১৫ নম্বরে। হলিউডের আর এক তারকা উইল স্মিথ রয়েছেন ১৭ নম্বরে।
আর মেয়েদের মধ্যে শীর্ষে রয়েছেন জেনিফার লরেন্স। তার পারিশ্রমিক ৪ কোটি ৬ মিলিয়ন মার্কিন ডলার। আর এ তালিকায় দশে বলিউড থেকে রয়েছেন একজনই। দীপিকা পাড়ুকোন। ৩০ বছর বয়সী অভিনেত্রী রয়েছেন তালিকার ১০ নম্বরে। সূত্র: ফোবস
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন