সলমনের বিয়ের জল্পনায় ঘি ঢাললেন আরবাজ

বিয়ে করে নিজের ব্যাচেলর জীবনে দাড়ি টানতে চলেছেন সলমন খান। বলিউডে কান পাতলেই এমন খবর শোনা যাচ্ছে। এবছরের শেষেই রোমানীয়ান সুন্দরী লুলিয়া ভান্টুররের সঙ্গেঁ গাটছড়া বাধতে চলেছেন দাবাং খান। সম্প্রতি প্রীতি জিন্টার রিসেপশনে সবাইকে চমকে দিয়ে জোরায় জোরায় পৌঁছেছিলেন সলমন-লুলিয়া।
দেশ জুরে দাবাং খানের বিয়ে নিয়ে এহেন জল্পনা যখন শীর্ষে তখন ভাই আরবাজ খানের বক্তব্যে উত্তেজনার পারদ যে আরও খানিকটা চড়ে গেল তা বলাই বাহুল্য। সম্প্রতি এক অনুষ্ঠানে সলমনের বিয়ে প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে। সরাসরি এ বিষয়ে কোন মন্তব্য না করলেও আরবাজ গুঞ্জনটি যে মিথ্যা এমনও বলেননি। আরবাজ জানায়, “ এই অনুষ্ঠানটি সলমনের বিয়ের কথা বলার জন্য নয়। তাই এখানে এসে ভাইয়ের বিয়ের প্রসঙ্গে তিনি কিছুই বলতে চান না”।
আরবাজ খানের এহেন বক্তব্য দাবাং খানের বিয়ের জল্পনাকে আরও খানিকটা উসকে দিল বটেই। বলিঅন্দরের খবর, ইতিমধ্যেই সলমনের বাড়ি তাঁর আত্মীয় দের পাঠানো ফুল ও উপহারে ভরে উঠেছে। আর এতেই নাকি বেজায় অস্বতিতে পরেছেন ডেভিল। আপাতত অপেক্ষারত গোটা দেশ তাঁদের প্রিয় সাল্লু ভাইকে বর-বেশে দেখতে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন