‘সলমন, শাহরুখ, আমির পাকিস্তানের দালাল’: মারাত্মক অভিযোগ অভিজিতের

নিজের টুইটে সরাসরি আমিরদের নামোল্লেখ না করলেও বলিউডের ‘সুপারস্টার খানেরা’ বলতে যে এই তিন খানকেই বুঝিয়েছেন অভিজিৎ, তা বুঝতে অসুবিধা হয় না।
হামলার পরে উত্তপ্ত আবহের মধ্যেই উত্তাপকে আরও এক মাত্রা বাড়ালেন গায়ক অভিজিৎ। গতকালই মহারাষ্ট্র নবনির্মাণ সেনার তরফে বলিউ়ডে কর্মরত পাকিস্তানি শিল্পীদের ভারত ছেড়ে যাওয়ার জন্য ফতোয়া জারি করেছে। আর আজ গায়ক অভিজিৎ টুইটারে আক্রমণ শানালেন খোদ শাহরুখ, আমির আর সলমন খানের বিরুদ্ধে।
অভিজিতের অভিযোগ, সলমন আমির কিংবা শাহরুখের মতো অভিনেতা পাকিস্তানের শিল্পীদের বলিউডে লালন-পালন করছেন এবং বলিউডে তাঁদের কাজ পেতে সাহায্য করছেন। এর জন্য এই ‘খান’দের ‘নির্লজ্জ’ বলে সম্বোধন করেছেন অভিজিৎ। পাশাপাশি কর্ণ জোহর ও মহেশ ভট্টের মতো পরিচালককেও তিনি পাকিস্তানের ‘দালাল’ বলে চিহ্নিত করে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে বলিউ়ডে কর্মরত পাকিস্তানি শিল্পীদের ভিসা বাতিলের আবেদন জানিয়েছেন।
নিজের টুইটে সরাসরি আমিরদের নামোল্লেখ না করলেও বলিউডের ‘সুপারস্টার খানেরা’ বলতে যে এই তিন খানকেই বুঝিয়েছেন অভিজিৎ, তা বুঝতে অসুবিধা হয় না। ইতিপূর্বেও তিক্ত মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন অভিজিৎ। কয়েক মাস আগে যখন ভারতের মাটিতে পাকিস্তানি গায়ক গুলাম আলির কনসার্ট বাতিল হয়েছিল তখনও গুলাম আলিকে আক্রমণ করেছিলেন অভিজিৎ। গুলাম আলিকে ‘ডেঙ্গু আর্টিস্ট’ বলে অভিজিৎ ঠাট্টা করেছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন