সহকর্মীর প্রেমে পড়লে যা ঘটে!
আপনি হয়তো গৃহিনী কিংবা কর্মজীবী নারী। সঙ্গী এবং আপনার কর্মক্ষেত্র হতে পারে আলাদা আলাদা। পারষ্পরিক বিশ্বাস থাকার পরও অজানা ভয় কাজ করতে পারে আপনার সঙ্গী, অফিসের অন্য কোন নারীর সঙ্গে মিশছে কি না। হ্যাঁ ভয় পাওয়াও স্বাভাবিক। এক্ষেত্রে সন্দেহ চেপে না রেখে তার সঙ্গে মন খুলে কথা বলুন। কোন আপত্তিকর ঘটনা ঘটলে ঠান্ডা মাথায় সমাধান করুন।
ধরুন, দীর্ঘ সময়ের বিবাহিত জীবনে আপনাদের সম্পর্ক হয়ে উঠেছে মধুর। দুজন দুজনের সব ব্যাপারে জানেন। তবু কিছু ব্যাপার অজানা থাকতে পারে। আপনার স্বামী শুধু আপনাকে ভালবাসলেও অফিসের কোন মেয়ে সহকর্মীর সঙ্গে তার ভালো বন্ধুত্ব থাকতে পারে।
তাদের মধ্যে সখ্য গড়ে উঠতে পারে, যৌনতাসহ ব্যক্তিগত অনেক বিষয়ে আলোচনা হতে পারে। আর এই খবর যদি আপনার সঙ্গী আপনাকে জানায় তাহলে কি করবেন!
সঙ্গীর অগোচরে আপনার কাছে এসব বিষয় ধরা পড়লে ভিন্ন ব্যাপার। তাকে অপরাধী ভাবার যথেষ্ট কারণ থাকবে। কিন্তু অনুতাপ থেকে সে নিজে যদি জানায়, মেয়েটির সঙ্গে দূরত্ব বজায় রাখার কথা দেয় এবং এতোদিন বন্ধুত্বের খবর গোপন রাখার কারণে ক্ষমাও চায় তাহলে হিসাবটা সহজ হয়ে যায়। যেহেতু সে অনুতপ্ত, আপনার উচিত নমনীয় হওয়া এবং তাকে বিশ্বাসী চোখে দেখা।
সে যে অনুতপ্ত তার প্রমাণ তো পেয়েছেন। তাই এসব নিয়ে অযথা দ্বন্দ্বে জড়াবেন না। নানা জটিলতাপূর্ণ এই জীবনে সুখী হওয়া খুব কঠিন। আর সংসার জীবনে ভালো থাকা আরও অনিশ্চিত।
যদিও সঙ্গীর উচিত ছিল আগেই আপনাকে জানানো, তবু তাকে ক্ষমার দৃষ্টিতে দেখুন এবং তাকে বোঝান আপনি দুঃখ পেয়েছেন। দুর্ব্যবহার বা হিংস্রতা না দেখিয়ে সহজ স্বাভাবিক থাকুন, দেখবেন ধীরে ধীরে সব ঠিক হয়ে গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন