সহপাঠীকে নির্যাতনের ভিডিও প্রকাশ, গ্রেফতার ১
ঠাকুরগাঁওয়ে পলিটেকনিক ইনস্টিটিউটে এক ছাত্রকে বেধরক পেটানোর দৃশ্য ফেসবুকে ছড়িয়ে পড়ার কারণে সামাজিক গণমাধ্যমসহ পুলিশ প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়। পরে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় রোববার রাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাতে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিটের নির্যাতিত ছাত্র শামীম সরকার সহপাঠী মেহেদী হাসান, শশি জিৎ রায়, মেজবাউল হাসান দুর্জয়, আবুল কালাম আজাদ, মাজহারুল ইসলাম, আবু হানিফা, রাশেদুজ্জামান রাশেদ, আব্দুল জলিলকে আসামি করে থানায় মামলা দায়ের করে। মামলার অন্যতম আসামি মেহেদী হাসানকে রোববার রাতে ঢাকা থেকে গ্রেপ্তারের পর পুলিশ সোমবার সকালে ঠাকুরগাঁও থানায় নিয়ে আসে।
মামলার অভিযোগে জানা যায়, ২০১০ সালে রংপুরের তারাগঞ্জ উপজেলার আব্দুল খালেক সরকারে ছেলে শামীম সরকার ফুড বিভাগে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হয়। ২০১৪ সালে ২৯ নভেম্বর সকাল ১১টায় সহপাঠী মেহেদী ও শশী জিৎ জরুরি কথা আছে বলে কলেজের নিচতলার ড্রয়িং রুমে নিয়ে যায়। এর পর সেখানে থাকা অন্যরা কাঠ ও ক্রিকেটের স্টাম্প দিয়ে বেধরক নির্যাতন করে। এক পর্যায়ে তারা শামীমকে হত্যার হুমকী দেয়। প্রায় দেড় বছর আগে নির্যাতনের ওই ভিডিও দৃশ্য গত ২৫ মার্চ ইউটিউবে আপলোড করা হয়।
ঠাকুরগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, রোববার মামলার প্রধান আসামিকে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে ঠাকুরগাঁওয়ে আনা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বিয়ের প্রলোভন তারপর ধর্ষণ, এখন অন্তঃসত্ত্বা ৭ম শ্রেণির ছাত্রী
ঠাকুরগাঁও সদর উপজেলা চিলারং ইউনিয়নে ধর্ষণের পর ৫ মাসের অন্তঃসত্ত্বাবিস্তারিত পড়ুন
ঠাকুরগাঁওয়ে নারীকে নগ্ন করে নির্যাতনের অভিযোগ
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের নির্দেশে একবিস্তারিত পড়ুন
মৃত্যুর কাছে হেরে গেল ‘নষ্ট মোল্লা’
১২ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হেরেবিস্তারিত পড়ুন