সহপাঠীর বাবার বর্বরতা, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আবীর
ছবি দেখে মনে হতে পারে সোমালিয়া কিংবা ইথিওপিয়ার দুর্ভিক্ষপীড়িত অঞ্চলের পুষ্টিহীনতার শিকার কোনো শিশু। অথবা মনে হতে পারে, ভয়ঙ্কর দুরারোগ্য ব্যাধি আক্রান্ত শিশুর ছবি এটি। কিন্তু না, এটি খেলার সময় ঝগড়ার জেরে এক সহপাঠীর পিতার নিষ্ঠুর ও বর্বরোচিত নির্যাতনের শিকার শিশুর ছবি।
নির্যাতনে ঘাড়ের দুটি হাড় ভেঙে গিয়ে এবং কন্ঠনালী সংকুচিত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হতভাগ্য শিশু আবীর।
কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের মধুনগর গ্রামের রিকশাচালক ইসমাইল হোসেনের ছেলে প্রথম শ্রেণীর ছাত্র আবীর হোসেন (৮) বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে।
ডা. শাহনাজ রহমানের অধীনে চিকিৎসাধীন শিশু আবীরের অবস্থা এতটাই সঙ্কটাপন্ন, তার কন্ঠনালীতে অস্ত্রোপচার করতে হয়েছে এবং অধিকাংশ সময়ই তাকে আইসিও’তে রাখতে হচ্ছে। বিকল্পপথে তাকে খাবার দিতে হচ্ছে এবং কৃত্রিম উপায়ে শ্বাস নিচ্ছে সে। আর এ কারণে সুস্থ-সবল শিশুটি মাত্র দেড়মাসের ব্যবধানে কঙ্কালসার হয়ে গেছে।
উপযুক্ত চিকিৎসাসেবা দিয়ে প্রিয় সন্তানকে বাঁচাতে দরিদ্র রিকশাচালক পিতা ইতিমধ্যেই ভিটেমাটি হারিয়েছেন। এবার তিনি সন্তানের জীবন রক্ষায় চিকিৎসা সেবার জন্য সরকার, সমাজের হৃদয়বান দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেছেন।
জানা গেছে, ২ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে বাড়ির সামনে খেলাধুলা করার সময় আমির হামজা (৮) নামের এক সহপাঠীর সঙ্গে আবীরের ঝগড়া হয়। সহপাঠী হামজা এ ঘটনা তার পিতাকে গিয়ে বললে বিত্তশালী পিতা আজিম উদ্দিন ক্ষিপ্ত হয়ে তেড়ে আসেন এবং আবীরের গলা চিপে কিছুক্ষণ শূন্যে তুলে ধরেন। এক পর্যায়ে তার দুই পা একত্র করে ধরে মাথার উপর তুলে ঘুরাতে ঘুরাতে শূন্যে ছুঁড়ে ফেললে মাটিতে লুটিয়ে পড়ে সংজ্ঞা হারায় আবীর।
তাকে চিকিৎসার জন্য প্রথমে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে নেয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর একইদিন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়।
৮ মার্চ এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা রুজুর পরপরই পুলিশ আবীরের সহপাঠীর পিতা আজিম উদ্দিনকে গ্রেফতার করে। তিনি বর্তমানে কিশোরগঞ্জ কারাগারে রয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন