চাঁদা আদায়ে সময় ছবি নেওয়ায়
সাংবাদিকদের ওপর যুবলীগ নেতার হামলা
পণ্যবাহী পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় যুবলীগ নেতার ছবি তুলতে গিয়ে হামলায় আহত হয়েছেন যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরোর নিজস্ব সংবাদদাতা সোহরাব হোসেন ও ক্যামেরাপারসন তারেক মাহমুদ রাসেল।
আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে মোহনপুর উপজেলার মৌগাছী বাজারের সামনে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা যমুনা টেলিভিশনের গাড়িটিও ভাঙচুর করে। আহত সোহরাব ও রাসেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরোপ্রধান শিবলী নোমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে অফিসের অ্যাসাইনমেন্ট নিয়ে তাঁরা মোহনপুর যাচ্ছিলেন। মৌগাছীর বিদিরপুর বাজারে যুবলীগ নেতা হাফিজের নেতৃত্বে কয়েকজন পণ্যবাহী পরিবহন থেকে চাঁদা আদায় করছিলেন। তাঁরা ছবি তুলতে গেলে ওই যুবলীগ নেতার নেতৃত্বে হামলা চালানো হয়। এ সময় মোহনপুর থানার কয়েকজন পুলিশ সদস্যও সেখানে উপস্থিত ছিলেন।
আহত সোহরাব হোসেন জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের ওপর হামলা চালানো হয়। তারা গাড়িটিও ভাঙচুর করে।
মোহনপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবির জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। কারা এ ঘটনায় জড়িত তা চিহ্নিত করা গেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ জানান, যমুনা টেলিভিশন কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এ ঘটনায় মামলা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন