সাংবাদিকদের প্রতিনিয়ত প্রশিক্ষণ দরকার : তথ্যমন্ত্রী

পারদর্শিতার জন্য সাংবাদিকদের প্রতিনিয়ত প্রশিক্ষণের মধ্যে থাকা দরকার এবং এতে কনটেন্ট বাছাইয়ে দক্ষতা তৈরি হয় বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় একটি হোটেলে বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘সম্প্রচার সাংবাদিকতার উন্নয়ন অগ্রগতি : প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশ।
তথ্যমন্ত্রী বলেন, কনটেন্ট বাছাই করার দক্ষতা নির্ভর করে সাংবাদিকদের মুন্সিয়ানার ওপর। এ জন্য সম্পাদক, সংবাদকর্মীদের প্রতিনিয়ত প্রশিক্ষণের মধ্যে থাকা দরকার। সমাজের প্রতি দায়বদ্ধতা, আইনের প্রতি শ্রদ্ধা ইত্যাদি না থাকলে ভালো সংবাদিকতা হবে না। এ জন্য গণমাধ্যমের প্রাতিষ্ঠানিকীকরণ প্রয়োজন। গণতন্ত্রের যেমন প্রাতিষ্ঠানিকীকরণ প্রয়োজন হয়, তেমনি গণমাধ্যমেরও প্রয়োজন। অর্থাৎ, নিরাপত্তার জন্য প্রয়োজন গণমাধ্যমের ব্যবস্থাপনা।
মন্ত্রী বলেন, টিভি সাংবাদিকদের জন্যও ওয়েজবোর্ড হবে। এ জন্য ১৯৭৪ সালের আইনটি প্রত্যাবর্তন করতে হবে। সরকার ইতিমধ্যে গণমাধ্যমে প্রাতিষ্ঠানিকীকরণের কাজ শুরু করেছে। ২০১৭ সালের শুরুতেই সম্প্রচার আইন ও সম্প্রচার কমিশন গঠন করা হবে। এটাই নিরাপত্তা দেবে। মালিকদেরও দেশের প্রচলিত ন্যায়-নীতি, চাকরিবিধি মেনে চলতে হবে। রাষ্ট্র ও গণমাধ্যমে কমন শত্রু হলো জঙ্গিবাদ। তাই যৌথভাবে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করতে হবে।
তিনি বলেন, টিভি ঘটনার ধারণাকেই পাল্টে দেয়। কেননা, এতে ছবি দেখা যায়। তবে টেলিভিশনকে এখন ডিজিটালাইজেশন করা দরকার। ১৯৯৬ সাল থেকে ২১ নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস ঘোষণা করে জাতিসংঘ। সেই থেকে সারা পৃথিবীতেই দিবসটি পালিত হচ্ছে। মন্ত্রী আরও বলেন, মানবাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের ওপর বর্তায়, তা জেনে সাংবাদিকদের সংবাদ পরিবেশন করতে হবে। এ জন্য তাদের প্রশিক্ষণ দরকার। প্রয়োজনে মানবাধিকার কমিশন প্রশিক্ষণের ব্যবস্থা করবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন