বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাংবাদিকের প্রশ্ন ছিঁড়ে অর্থমন্ত্রী বললেন ‘রাবিশ’

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাজেট বিষয়ক এক কর্মশালা। বক্তব্য দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। চিরকুটের মাধ্যমে তার কাছে প্রশ্ন করেন এক সাংবাদিক। আর এই প্রশ্ন দেখে রেগে যান অর্থমন্ত্রী। ছিড়ে ফেলেন চিরকুটটি। বলেন, ‘আপনারা রাবিশের মতো কথা বলেন কেন। আপনাদের কি কমনসেন্স নেই কখন কী প্রশ্ন করতে হয়?’।

রবিবার রাজধানীর একটি হোটেলে এই ঘটনা ঘটে। ইনক্লুসিভ বাজেটিং অ্যান্ড ফাইন্যান্সিং ফর ক্লাইমেট রেসিলেন্স শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন অর্থমন্ত্রী। এক পর্যায়ে চা বিরতিতে যায় কর্মশালা। তখন প্রশ্নোত্তর পর্ব চলছিল। এ সময় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিক চিরকুট পাঠান অর্থমন্ত্রীর কাছে। এতে লিখা ছিল, ‘বাংলাদেশের জলবায়ু সংক্রান্ত প্রকল্পের খরচের গুণগত মান খারাপ। এই ব্যাপারে সরকারের অবস্থান কী’।

এই চিরকুট দেখে ক্ষেপে যান অর্থমন্ত্রী। এক পর্যায়ে ছিড়ে ফেলেন সেটি। বলেন, ‘আপনাদের কি কমনসেন্স নাই, কখন কী প্রশ্ন করতে হয়?’। পরক্ষণেই অবশ্য মন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, ‘স্যরি’। এরপর মন্ত্রী বেরিয়ে যান কর্মশালা থেকে।

এর আগে কর্মশালায় দেয়া বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘দেশের জলবায়ু পরিবর্তনে আন্তর্জাতিক মহল থেকে তুলনামূলকভাবে কম সহযোগিতা পাওয়া যাচ্ছে। বাংলাদেশের জন্য যে সহযোগিতা প্রয়োজন তা আন্তর্জাতিক মহল দিচ্ছে না। জাতিসংঘের বড় বড় দেশগুলোর মধ্যে বিরোধের কারণে তাদের থেকে সহযোগিতা পাওয়া সম্ভব হচ্ছে না। এর ফলে বাংলাদেশের জলবায়ু হুমকিতে পড়েছে।’

মন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তন দেশকে রক্ষা পেতে হলে পাশের দেশগুলোকে সবুজায়ন ও সোলার প্যানেলের উপর গুরুত্ব দিতে হবে। তবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন রক্ষার্থে অনেক উন্নয়ন সাধন করেছে। পুরো বিশ্ব জলবায়ু পরিবর্তনের উপর আওয়াজ তুলছে। বাংলাদেশকে এই সুযোগ ধরতে হবে।’

কর্মশালায় ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামালও। তিনি বলেন, ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের থেকে রক্ষা পেতে দীর্ঘ পরিকল্পনা হাতে নিয়েছে। আগে বাংলাদেশে দুর্যোগ হলে ফান্ডের জন্য অপেক্ষা করতে হত। দেশে সার্বিক উন্নয়নের ফলে এখন আর অন্য দেশের কাছে হাত পাততে হয় না। আমাদের এসডিজি লক্ষ্যমাত্রা ঠিক রাখতে হলে প্রথমে দেশের সার্বিক দুর্যোগ মোকাবেলাকে গুরুত্ব দিতে হবে।’

মন্ত্রী জানান, রাশিয়া, ফ্রান্স ও চীন ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত ৬২ শতাংশ পুন:উৎপাদনকৃত জ্বালানির দাম কমিয়েছে। তবে আমাদের দেশের জাতীয় সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে অনেক ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন ঠেকানো সম্ভব।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ইউএন আবাসিক সমন্বয়ক রবার্ট ডি ওয়াটকিনস, ডিএফআইডি বাংলাদেশের দলনেতা আলেকজান্দ্রা ম্যাক্লিন প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের