সাংবাদিক হত্যায় আদালতে হেলিকপ্টার নারী পাইলট!
ইউক্রেনের পূর্বাঞ্চলে দুই রাশিয়ান সাংবাদিককে হত্যার অভিযোগে ইউক্রেনের এক হেলিকপ্টার পাইলটকে আদালতে হাজির করা হয়েছে। গত বছরের জুন মাসে এ ঘটনার পর নাদিয়া শাভচেনকো নামের অভিযুক্ত ওই নারী পাইলটকে ইউক্রেনের সীমান্তবর্তী দোনেৎস্ক শহর থেকে আটক করা হয়। বিগত এক বছর যাবৎ তিনি কারাগারে আটক ছিলেন।
গত বছরের জুনে এক মর্টার হামলায় রাশিয়ার দুই সাংবাদিককে হত্যার অভিযোগ ওঠে। রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্য, নাদিয়া শাভচেনকো সেই হত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন।
আলোচিত ওই হত্যা মামলাটি ইতিমধ্যে মস্কো এবং কিয়েভের মধ্যে সম্পর্কের ফাটল সৃষ্টি করে। রাশিয়ার তদন্তকারী কর্মকর্তারা বলছেন, গত বছরের জুন পর্যন্ত মিসেস শাভচেনকো হেলিকপ্টারের পাইলট হিসেবে পূর্ব ইউক্রেনে কর্মরত ছিলেন। সেই সময় তিনি মর্টার হামলার মাধ্যমে ওই দুই রাশিয়ান সাংবাদিককে হত্যায় সহযোগিতা করেন।
তবে শাভচেনকোর আইনজীবীরা বলছেন, হামলার সময় শাভচেনকো ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। হামলাকারীরা তাকে সেই মুহুর্তে জিম্মি করে রেখেছিল। শাভচেনকো রাজনীতির শিকার বলে দাবি করছেন তার আইনজীবীরা। তারা বলছেন, মামলায় তার শাস্তি হলে সেটা হবে আদালতের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত।
আজ বৃহস্পতিবার ইউক্রেন সীমান্তের কাছাকাছি রাশিয়ার কলহপূর্ণ রোস্তভ এলাকার একটি আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। তবে যুক্তরাজ্য, যুক্তরাজ্যসহ কোন বহিঃরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদের আদালত কক্ষে প্রবেশের অনুমতি দেয় নি রাশিয়ার আদালত। দোষী সাব্যস্ত হলে শাভচেনকোর কমপক্ষে ২৫ বছরের কারাদন্ড হতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন