সাংবাদিক হাবিবুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হাবিবুর রহমান মিলনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি হাবিবুর রহমান মিলন শনিবার রাত ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে মারা যান।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী এক শোকবার্তায় বলেছেন, হাবিবুর রহমান মিলনের মৃত্যুতে দেশের সাংবাদিকতা জগতে একটি বিশাল শূন্যতার সৃষ্টি হল।”
বাক ও ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠার সংগ্রাম এবং গণতান্ত্রিক আন্দোলনে হাবিবুর রহমান মিলনের অবদান, বিশেষ করে ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর স্বৈরশাসনামলে তার দৃঢ় ও সাহসী ভূমিকা জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে প্রধানমন্ত্রী তার শোকবার্তায় উল্লেখ করেন।
তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্য ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন