মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাংবিধানিক শূন্যতা চলছে: অ্যাটর্নি জেনারেল

হাইকোর্ট সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করায় এখন বিচারপতি অপসারণের বিষয়ে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছে বলে মনে করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, ‘এখন যদি কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ উঠে, তাহলে তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়া যাবে না।’

সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা।

উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফেরাতে সংবিধানের ষোড়শ সংশোধনী এনেছিল আওয়ামী লীগের নেতৃত্বে সরকার। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী বিল আনা হয়। বিলটি পাসের পর একই বছরের ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশ হয়।

সংবিধানের এই সংশোধনী আনার আগে বিচারপতি অপসারণের প্রয়োজন পড়লে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করার বিধান ছিল। সুপ্রিমকোর্টের প্রধান ও জ্যেষ্ঠ বিচারকদের সমন্বয়ে গঠিত এই কাউন্সিল বিচারকদের আচরণবিধিও নির্ধারণের কাজ করতো। তদন্ত করার পর কাউন্সিল যদি রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন দেয় যে, তার মতে উক্ত বিচারক তার পদের দায়িত্ব সঠিকভাবে পালনের অযোগ্য হয়ে পড়েছেন অথবা গুরুতর অসদাচরণের জন্য দোষী হয়েছেন, তাহলে রাষ্ট্রপতি তার আদেশের মাধ্যমে উক্ত বিচারককে তার পদ থেকে অপসারিত করবেন।

তবে সরকার এই বিধান বাতিল করে ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাওয়ার কথা জানিয়ে বিচারপতি অপসারণ ক্ষমতাও সংসদের হাতে ফিরিয়ে আনার কথা জানায়।

এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৪ সালের ওই বছরের ৫ নভেম্বর হাইকোর্টে রিট আবেদন হয়। দেড় বছর পর চলতি বছরের ৫ মে এই সংশোধনী সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে অবৈধ ঘোষণা করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামালের বিশেষ বেঞ্চ হাইকোর্টের একটি বেঞ্চ।

হাইকোর্টের এই রায়ে তীব্র প্রতিক্রিয়া জানায় সরকার। ঘোষণা দেয়া হয় আপিল করার। আইনমন্ত্রী আনিসুল হক রায় প্রকাশের পর পরই বলেন, এই রায় আপিলে টিকবে না।

তবে গত প্রায় পাঁচ মাসেও এই আপিল করেনি সরকার। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা হাইকোর্টের রায়ের নথি পাওয়ার জন্য আবেদন করেছি। আশা করছি এক মাসের মধ্যেই তা পেয়ে যাবো। আর নথি পেলেই এই রায়ের বিরুদ্ধে আপিল করবো। আপিল বিভাগে হাইকোর্টের রায় বাতিলে সর্বোচ্চ চেষ্টা করবো।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ

দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন

  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে
  • এই রায়ে আমি ব্যথিত: অ্যাটর্নি জেনারেল