সাংবিধানিক সংস্কার তুরস্কের ভবিষ্যত উন্নয়নের চাবিকাঠি: এরদোগান
তুরস্কের প্রস্তাবিত সাংবিধানিক সংস্কারে আসন্ন গণভোট একজন ব্যক্তি কিংবা একটি দলের বিষয় নয়, বরং তা তুরস্কের ভবিষ্যত চাবিকাঠি বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেন, এই সাংবিধানিক পরিবর্তনের মূলে রয়েছে আমাদের জাতীয় ও রাষ্ট্র প্রকল্প।
সোমবার দেশটির উত্তরাঞ্চলীয় কোরাম প্রদেশে এক সমাবেশে বক্তৃতাকালে এরদোগান এসব কথা বলেন।
এরদোগান বলেন, ‘প্রয়াত প্রেসিডেন্ট তুরগোত ওজেল ও সুলেমান ডেমিরেলসহ দেশের নেতৃস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা আমাদের প্রস্তাবিত এই প্রেসিডেন্ট পদ্ধতির সমর্থক ছিলেন।’
তিনি বলেন, ‘এসব নেতারা প্রেসিডেন্টশিয়াল সিস্টেমের মধ্যে তুরস্কের স্থায়ী স্থিতিশীলতার চাবিকাঠি দেখতে পেয়েছিলেন।’
তিনি আরো বলেন, ‘১৬ এপ্রিলের আসন্ন ভোট একজন ব্যক্তি কিংবা একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত নয়। এটা তুরস্কের ভবিষ্যত সংস্কারের বিষয়।’
দেশটির ‘আর্টিকেল-১৮’ সাংবিধানিক সংস্কার বিলে আগামী রবিবার তুর্কি ভোটাররা ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট প্রদান করবেন। এতে হ্যাঁ জয়ী হলে দেশটির বর্তমান সংসদীয় শাসন ব্যবস্থা থেকে প্রেসিডেন্ট পদ্ধতিতে চলে যাবে।
ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট (একে) পার্টি ও বিরোধী দল এমএইচপি ‘হ্যাঁ’র পক্ষে তাদের সমর্থন দিয়েছেন।
অন্যদিকে, প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি ‘না’র পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
সূত্র: আনাদুলো এজেন্সি
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন