সাংসদদের প্রচারের সুযোগ চায় আ.লীগ
পৌরসভা নির্বাচনে সাংসদদের প্রচারের সুযোগ রাখার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেবে আওয়ামীলীগ।
গতকাল রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডেরজরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের পদ্ধতিও চূড়ান্ত করা হয়।
পৌরসভা নির্বাচনের আচরণবিধিতে বলা আছে—প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা, বিরোধীদলীয় উপনেতা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, হুইপ বা তাঁদের সমমর্যাদার কোনো ব্যক্তি, সিটি করপোরেশনের মেয়র ও সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। তবে এঁদের কেউ কোনো নির্বাচনী এলাকার ভোটার হলে ভোট দিতে ভোটকেন্দ্রে যেতে পারবেন।
এদিকে বৈঠকে আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের পদ্ধতিও ঠিক করা হয়েছে। সিদ্ধান্ত অনুসারে, দলটির জেলা, উপজেলা ও শহর বা পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা স্থানীয় সাংসদের পরামর্শে একটি মনোনয়ন বোর্ড গঠন করবেন। সেই বোর্ড ৩০ নভেম্বরের মধ্যে পৌর মেয়র পদের জন্য একজন প্রার্থী মনোনয়ন দেবে। পরে কেন্দ্রীয়ভাবে গঠিত আরেকটি বোর্ড চূড়ান্ত অনুমোদন দেবে। এটাকে স্থানীয় সরকার বা পৌর মেয়র মনোনয়ন বোর্ড হিসেবে নাম দেওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন