সাংসদপুত্রর অস্ত্রের লাইসেন্স বাতিল
রাজধানীতে গুলি চালিয়ে দুইজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির দুটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে গোয়েন্দা পুলিশ। রোববার এই আবেদন করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলেন, “দুটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।” তবে রনির অস্ত্র দুটো কী কী তা জানাতে পারেননি তিনি। গত ১৩ এপ্রিল গভীর রাতে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে এক অটোরিকশাচালক ও এক রিকশাচালক নিহত হন।
এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গত ৩১ মে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিনু খানের ছেলে রনি ও তার গাড়িচালক ইমরান ফকিরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। রনিকে গ্রেপ্তারের সময় তার পিস্তলটিও জব্দ করা হয়েছিল। পরে নিহত একজনের শরীরে পাওয়া গুলি এবং রনির পিস্তল সিআইডির ব্যালাস্টিক পরীক্ষায় পাঠানো হলে তাতে মিল পাওয়া যায় বলে পুলিশ কর্মকর্তারা জানান।
এই মামলায় রনির গাড়িচালক এবং এক বন্ধু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ওই রাতে ৪২ বছর বয়সী সাংসদপুত্র রনির গুলিবর্ষণের কথা জানিয়েছেন। রনিকে তিন দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন