সাইবার ক্ষেত্রে প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র: ওবামা
যুক্তরাষ্ট্র যে এখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র, তা নিয়ে কারও সন্দেহ থাকার কথা নয়। কিন্তু সাইবার দুনিয়ায় কতোটা ক্ষমতাধর দেশটি? সাইবার হুমকি মোকাবেলায় দেশটি এখনও পুরোপুরি প্রস্তুত নয় বলে মনে করে খোদ মার্কিন প্রেসিডেন্ট।
বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানান, সাইবার হুমকি প্রতিরক্ষায় যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তার জন্য যুক্তরাষ্ট্র এখনও প্রস্তুত নয়। আর এ খাতে উন্নয়ন করা একটি জটিল কাজ যার জন্য বাড়তি সময় দিতে হবে বলে মনে করেন তিনি।
রয়টার্স জানিয়েছে, সাইবার নিরাপত্তার উন্নয়নে চলতি বছরের শেষের দিকে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেবে দেশটি। দুই উপদেষ্টার সঙ্গে ওভাল অফিসে বৈঠকের পর ওই পরিকল্পনা সম্পর্কে এমন মত দেন মার্কিন প্রেসিডেন্ট।
প্রতিরক্ষা নিয়ে শংকা থাকলেও, সাইবার আক্রমণে দেশটি শক্তিধর কিনা তা সাম্প্রতিক এক খবরেই আঁচ করা যায়। ওই খবরে জানা যায়, ইরানে বিস্তৃত পরিসরের সাইবার আক্রমণের পরিকল্পনা করে রেখেছিল যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে কুটনৈতিক পরমাণু চুক্তি চলছিল তা কোনো কারণে ব্যর্থ হলে ওই সাইবার হামলা চালানো হত।
সাইবার আক্রমণের এই পরিকল্পনাটি করে পেন্টাগন। পরিকল্পনাটির মূল উদ্দেশ্য ছিল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিশ্চিত করা যে ইরানের সঙ্গে কুটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলেও, তাদের হাতে বিকল্প রাস্তা খোলা ছিল।
সম্প্রতি স্যান বার্নার্ডিনো হত্যাকাণ্ড তদন্তের স্বার্থে অ্যাপল-কে এক আসামীর আইফোন আনলক করে এফবিআই-কে সহায়তার নির্দেশ দিয়েছে মার্কিন এক আদালত। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয় ওবামাকে। কিন্তু এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব দেননি তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন