সাঈদীর ফাঁসি না হওয়ায় দুঃখ রয়ে যাবে মাহবুবের
মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসি নিশ্চিত করতে না পারার দুঃখ সব সময় তাড়িয়ে বেড়াবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে। সাঈদীর ফাঁসির দাবিতে রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। সব ধরনের অপরাধের প্রমাণ থাকার পরও এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দায়ী বলেও মন্তব্য করেছেন তিনি।
মুক্তিযুদ্ধ চলাকালে পিরোজপুরে হত্যার দুই অভিযোগে সাঈদীকে ২০১৩ সালের ২৮ অক্টোবর মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর দণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় আপিল বিভাগ। পরে এই দণ্ড বাড়ানোর আবেদন করে রাষ্ট্রপক্ষ। আর আবেদনের দেড় বছর পর রবিবার শুরু হয় শুনানি।
দুই দিনের শুনানি শেষে সোমবার রায় ঘোষণা করে আপিল বিভাগ। এতে সাঈদীর ফাঁসি চেয়ে রাষ্ট্রপক্ষের এবং মুক্তি চেয়ে আসামিপক্ষের আবেদন দুটিই খারিজ করে দেয়া হয়। ফলে আপিল বিভাগের আগের রায় অনুযায়ী সাঈদীকে আমৃত্যু কারাগারেই কাটাতে হবে।
সর্বোচ্চ আদালতের রায়ে হতাশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তবে এই রায় শিরোধার্য উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিটি ব্যাক্তির একটা ব্যক্তিগত আবেগ আছে। চিরদিনের জন্য একটা দুঃখময় রয়ে যাবে যে যুদ্ধাপরাধী যে কয় জনের ফাঁসি হয়েছে তাদের মধ্যে সাঈদীর হচ্ছে শিরোমনী। সব চেয়ে বেশি ধুর্ত, সব চেয়ে বেশি সভ্যতার জন্য ক্ষতিকারক, দেশের জন্য সর্বোপরি আমি বলব মানবসভ্যতার জন্য ক্ষতিকারক। এই রকম একজন অপরাধীর আজকে ফাঁসি হলো না।’
মানবতাবিরোধী অপরাধে প্রথমে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা, মুহাম্মদ কামারুজ্জামান, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী এবং সবশেষ মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হয়েছে। এ ছাড়াও ফাঁসি হয়েছে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর।
অ্যানর্নি জেনারেল বলেন, ‘দেলাওয়ার হোসাইন সাঈদী অন্যান্য যুদ্ধাপরাধীর তুলানায় আমার বিবেচনায় অত্যন্ত ধুরন্ধর। সাক্ষীদের সরিয়ে ফেলা, সাক্ষীদের ভয়ভীতি দেখানো ইত্যাদী ব্যাপারে সে অত্যন্ত পারদর্শী।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন