সাকার পক্ষে সাক্ষ্য দিতে ৫ পাকিস্তানির আবেদন খারিজ
ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পক্ষে সাক্ষ্য দিতে পাঁচ পাকিস্তানিসহ আটজনের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে সাকা চৌধুরীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম।
খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘আদালত আমাদের আবেদন খারিজ করে দিয়ে বলেছেন, রিভিউ শুনানিতে নতুন করে সাক্ষ্য নেওয়ার নজির নেই।’
এর আগে সাকা চৌধুরীর পক্ষে সাক্ষ্য দিতে গত ১৯ অক্টোবর পাঁচ পাকিস্তানিসহ আটজন আবেদন করেন।
সাতজনের মধ্যে পাঁচজন পাকিস্তানি, একজন আমেরিকান ও দুজন বাংলাদেশি নাগরিক।
আবেদনকারী বিদেশিরা হলেন- পাকিস্তানের প্রাক্তন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মোহাম্মদ মিয়া সুমরু, জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য কর্মকর্তা ইসাহাক খান খাকওয়ানি, ডন মিডিয়া গ্রুপের চেয়ারপারসন আম্বার হারুন সাইগল, মুনিব আরজামান্দ, ভিকারুন্নিসা নুনের নাতি ফিরোজ আহমেদ নুন ও ফিজির প্রাক্তন আমেরিকান রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক।
বাংলাদেশের দুইজন হলেন- হাইকোর্টের বিচারপতি শামীম হাসনাইন ও তার মা জিন্নাত আরা বেগম।
প্রসঙ্গত, সাকা চৌধুরী ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন শুনানির জন্য ইতিমধ্যে ১৭ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন