সাকা-মুজাহিদের ফাঁসিতে সবাই অস্থির কেন : প্রশ্ন ইনুর
যুদ্ধাপরাধী সাকা-মুজাহিদের ফাঁসির পর দেশের রাজনীতি অস্থির হওয়ার কারণ জানতে চেয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ শুক্রবার টিএসসি’র সড়ক দ্বীপে শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন প্রশ্ন করেন।
তথ্যমন্ত্রী বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হলেই রাজনীতিতে অস্থিরতা শুরু হয়। কেউ বিশ্বাস করেনি এদের বিচার হবে। এমনকি সাকা-মুজাহিদের ফাঁসির রায়ের রিভিউ পিটিশনের পর সবাই অস্থির হয়ে উঠেছিল।”
দেশের মধ্যবিত্ত সমাজের তাবৎ মানুষ অস্থির, তাদের ধৈর্য নাই বলেও মন্তব্য করেন হাসানুল হক ইনু। তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ার পর মিডিয়া এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। ট্রাইব্যুনাল গঠিত হলে সরকারের গড়িমসি নিয়ে বিবৃতি এসেছে। আর রায় কার্যকারের পর সবাই অস্থির হয়ে পড়েছে।”
ইনু বলেন, “তাদেরকে তো আর গুলি করে মারা যায় না। আমরা তাদের বিচারের আওতায় আনতে পারি মাত্র। আর বর্তমান সরকার সেটাই করেছে এবং করে দেখাচ্ছে।”
বাংলাদেশের রাজনীতির জন্য বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বিপজ্জনক উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, “বিএনপি-জামায়াত জঙ্গি গোষ্ঠীর নেত্রী খালেদা জিয়ার জন্য দেশের রাজনীতি হুমকির মুখে। এই চক্র ক্ষমতাচ্যুত হয়েছে কিন্তু থেমে যায়নি। এরা মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির চরম প্রতিপক্ষ। এদের নির্মুল করতে হবে, উচ্ছেদ করতে হবে। তবেই দেশের রাজনীতি নিরাপদ হবে।”
“খালেদা জিয়া গণতন্ত্রের মুখোশ পরা জঙ্গিবাদী গোষ্ঠীর নেত্রী আর জামায়াত সশস্ত্র জঙ্গি বাহিনী। এদের সঙ্গে কোন মিটমাট নাই, আপোষ নাই। কারণ এদের হাতে ক্ষমতা গেলে দেশে পঁচাত্তরের পরবর্তী সময়ের চেয়ে খারাপ অবস্থা ফিরে আসবে”- বলেন ইনু।
যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যারা মানবাধিকারের কথা বলেন, সেই দেশি-বিদেশি বন্ধুদের পরামর্শ বন্ধ করারও আহ্বান জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, “আপনাদের এই প্রশ্নের তোয়াক্কা আমরা করি না। এদের বিচার হবে। এখানে দরদ দেখানোর কিছু নেই।”
শহীদ ডা. মিলন সংসদের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, শহীদ মিলনের মা সেলিনা আখতার, বাংলাদেশ চিকিৎসক সংসদের সভাপতি মাহবুবুর রহমান, কমিউনিস্ট পার্টির কেন্দ্রী কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, সংগঠনের সাধারণ সম্পাদক ডা. আহমেদ আবু সালেহ প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন