সাকা-মুজাহিদের রিভিউ আবেদন আজ
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুহম্মদ মুজাহিদ চূড়ান্ত রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আজ বুধবার আপিল বিভাগে আবেদন করবেন।
সাকা চৌধুরীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান আল ফেসানী এবং মুজাহিদের আইনজীবী শিশির মুহম্মদ মুনীর মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা দুইজনেই জানিয়েছেন, বুধবার সকালেই পৃথক রিভিউ আবেদন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হবে। এ সংক্রান্ত সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।
এদিকে মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে সাক্ষাত করেছেন তার আইনজীবীরা। সাক্ষাত শেষে বিকেল চারটার দিকে বের হয়ে জেলগেটে সাংবাদিকদের অ্যাডভোকেট শিশির মনির জানান, রিভিউ আবেদন চূড়ান্ত করার জন্য সাক্ষাৎ করেছি। বুধবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন দাখিল করা হবে।
দুটি মূল পয়েন্টে রিভিউ চাইবেন জানিয়ে শিশির মনির বলেন, প্রথমটি হচ্ছে, তদন্ত কর্মকর্তা বলেছেন, একাত্তরে আলবদর, আলশামস ও শান্তি কমিটির কোনো তালিকায় তার (মুজাহিদ) নাম খুঁজে পাওয়া যায়নি। তাহলে তিনি আলবদর কমান্ডার হলেন কী করে? দ্বিতীয়টি হচ্ছে, একাত্তরের ২৩ বছরের একজন ছাত্র ও বেসামরিক ব্যক্তি কিভাবে সামরিক ও আধা সামরিক বাহিনীর প্রধান হন?
গত ৩০ সেপ্টেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ এই দুই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। পরদিন রায়ের কপি বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হলে বিচারকদের সই শেষে মৃত্যু পরোয়ানা জারি করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন