তির ফরম্যাটেরই অধিনায়ক হবেন সাকিব : আশরাফুল
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে শনিবার নাম ঘোষণা করা হয়েছে সাকিব আল হাসানের। এর আগে এই অলরাউন্ডারের নেতৃত্বে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি টাইগাররা। তবে বদলে যাওয়া বাংলাদেশকে তিনি আরো এগিয়ে নিয়ে যাবেন বলে মনে করছেন সাবেক ক্রিকেটাররা। এদিকে বিসিবির সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
একটি অনলঅইন পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে এ ব্যাপারে কথা বলেন আশরাফুল। তিনি বলেন, “বাংলাদেশের বর্তমান দলে যারা আছে, তাদের মধ্যে সাকিবই সেরা। মাশরাফির অবসর ঘোষণার পরই বোঝা যাচ্ছিল যে সাকিব টি-টোয়েন্টি অধিনায়ক হবে। তার বিকল্প বাংলাদেশের ক্রিকেটে এখনও আসেনি।”
দেশের হয়ে খেলার পাশাপাশি দেশ-বিদেশের সেরা সেরা টি-টোয়েন্টি লিগে সাকিব খেলে থাকেন। তাই সাকিবকে টি-টোয়েন্টিতে বেশি কার্যকর মনে করেন আশরাফুল। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমার মতে সাকিব টি-টোয়েন্টিতে বেশি কার্যকর। পরিস্থিতি বিবেচনায় তিন সংস্করণে তিনজন অধিনায়কের চাহিদা রয়েছে। তবে ভবিষ্যতে হয়তো দেখা যাবে তিন ফরম্যাটে একজনই অধিনায়ক। আর তা হলে সবচেয়ে এগিয়ে থাকবে সাকিব। আমার ধারণা, কিছুদিনের মধ্যে সাকিব তিন ফরম্যাটেরই অধিনায়ক হবে।”
উল্লেখ্য, নতুন অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণা হলেও নেতৃত্ব দিতে এই অলরাউন্ডারকে অপেক্ষা করতে হবে ঘরের মাঠে পাকিস্তান সিরিজ পর্যন্ত।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন