‘সাকিবকে কখনও এলিয়েন ভাবিনি’

গত কিছুদিন সাকিব আল হাসানের পারফরম্যান্স একটু বিবর্ণ হলেও চিন্তিত ছিলেন না মাশরাফি বিন মুর্তজা। ব্যাটে-বলে সাকিবকে পারফর্ম করতে দেখে খুশি বাংলাদেশ অধিনায়ক।
বল হাতে খুব খারাপ না করলেও ব্যাট হাতে সাকিব আগের দু ম্যাচে খেলতে পারেননি নিজের মত। ভারতের বিপক্ষে করেছিলেন ৩, সংযুক্ত আরব আমিরাতর বিপক্ষে ১৩। উইকেট ছিল দুই ম্যাচে তিনটি। তবে প্রথম ম্যাচে ক্যাচ ছেড়েছিলেন রোহিত শর্মার, যে রোহিত পরে দারুণ এক ইনিংসে গড়ে দিয়েছিলেন ম্যাচের ভাগ্য।
শ্রীলঙ্কার বিপক্ষেও নিজের সেরা ফর্মে ফিরতে পারেননি সাকিব। তবে ইঙ্গিতটা রেখেছেন ফেরার। অনেকক্ষণ কাটিয়েছেন উইকেটে, ৩৪ বলে করেছেন ৩২ রান। বল হাতে ছিলেন দারুণ, ২১ রানে নিয়েছেন ২ উইকেট। যে জায়গায় রোহিতের ক্যাচ ছেড়েছিলেন, সেই পয়েন্টেই দারুণ এক ক্যাচ নিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউসের।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উঠল সাকিবের ফর্মে ফেরার প্রসঙ্গ। মাশরাফি জানালেন, সাকিবকে পারফর্ম করতে দেখে তারও ভালো লেগেছে।
“সাকিবকে তো আসলে সবসময়ই মানুষই ভাবি। এলিয়েন কখনও ভাবিনি। খারাপ সময় আসতেই পারে। ভালো লাগছে যে সে ‘স্টেপ আপ’ করেছে। আমাদের দলের অন্যতম সেরা খেলোযাড় সে।”
ধারাবাহিক পারফরম্যান্সই সাকিব নিজের মানদণ্ড এত উঁচু তারে বেধেছেন যে একটু অন্যরকম হলেই চোখে পড়ে আলাদা করে। কিন্তু মাশরাফি জানালেন, সাকিবকে নিয়ে কোনো দুর্ভাবনাই ছিল না তার।
“দলের জন্য যেটা প্রয়োজন সেটা সে সব সবময় করেছে এবং করে যাচ্ছে। হয়ত কোনোদিন ব্যর্থ হবে, কোনোদিন সফল হবে। আমরা চাই সবসময় সে পারফর্ম করুক। কিন্তু দিন শেষে সেও মানুষ, ভুলভ্রান্তি তার হতে পারে।”
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন