সাকিবকে কেন একাদশে রাখছে না কলকাতা

শ্রীলঙ্কায় শেষ আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ম্যাচসেরা হয়ে এসেছেন। ফর্মটাও বেশ ভালো যাচ্ছে। তবু কলকাতা নাইট রাইডার্সের একাদশে জায়গা হচ্ছে না সাকিব আল হাসানের। ভারতে যাওয়ার পর টানা দুই ম্যাচ সাইডবেঞ্চে তিনি।
রোববার দিনের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে কলকাতা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করে দলটি। ম্যাচের শুরুতে টিভি ধারাভাষ্যকাররা সাকিবকে না খেলানোয় প্রশ্ন তোলেন। তাদের মত, বিশ্বসেরা অলরাউন্ডারকে এই ম্যাচে খেলানো যেত।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে কেকেআর একাদশে আছেন ট্রেন্ট বোল্ট, ক্রিস ওকস, ক্রিস লিন এবং সুনীল নারিন। প্রথম ম্যাচেও এই চারজন খেলেছিলেন। সেদিন দল বড় ব্যবধানে জিতলেও লিন বাদে আর কেউ তেমন ভাল করেননি। সুনীল নারিন ৪ ওভার বল করে ৩৩ রান দিয়ে উইকেটহীন থাকেন। ওকস তিন ওভারে ৩৫ দিয়ে আর বল করার সুযোগ পাননি।
সাকিবকে কলকাতা বেশি দিন পাবে না। আইপিএল চলবে ২১মে পর্যন্ত। সাকিবকে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে হবে ৪ মে।
চ্যাম্পিয়ন্স ট্রফি ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে ইংল্যান্ডের সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ দল। ক্যাম্প শেষে ৭ মে আয়ারল্যান্ড যাবে হাথুরুর ছেলেরা। ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচ ১২ মে, আয়ারল্যান্ডের বিপক্ষে।
সাকিব-মোস্তাফিজ ওই ক্যাম্পে থাকবেন না। ৩ তারিখ পর্যন্ত ভারতে থাকার অনুমতি পেয়েছেন তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন