সাকিবকে ছাড়াই দুপুরে মাঠে নামছে টাইগাররা
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকবার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন সাকিব আল হাসান। সেকারণে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের ব্যাটিং বিপর্যয়ের নায়ক সাকিবকে ছাড়াই আজ জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে টাইগাররা।
তবে, ঢাকার একটি দৈনিকের ক্রীড়া প্রতিবেদক নোমান মোহাম্মদ বলছেন, সাকিবের না থাকা বাংলাদেশের জন্য অবশ্যই বড় ক্ষতি, কিন্তু দলটি যেহেতু জিম্বাবুয়ে এবং তাদের সাথে জয় পাওয়া বাংলাদেশ অভ্যাসে পরিণত করে ফেলার কারণে হয়তো কোনও প্রভাব পড়বে না।
বাংলাদেশ ক্রিকেট এখন যেখানে রয়েছে, সেখানে একজনের জন্য দলে বিরাট প্রভাব পড়ে না বলেই মত মি. নোমানের। সাকিবের জায়গায় দলে ডাক পেয়েছেন, এনামুল হক।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুরে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে, মি. নোমান বলছেন, বাংলাদেশের সবচাইতে নির্ভরযোগ্য অলরাউন্ডারের রিপ্লেসমেন্ট একজন খেলোয়াড় দিয়ে হবে না।
সেকারণে একজন বাড়তি স্পিনার এবং টপ অর্ডারে কিছুটা পরিবর্তন আনতে হবে। ফলে আজকে দলের লাইন-আপে পরিবর্তন আশা করা হচ্ছে।
মাত্র কদিন আগেই যুক্তরাষ্ট্র থেকে এই সিরিজ খেলার জন্য ফিরে এসেছিলেন সাকিব। সেখান থেকে গতকাল জরুরী ফোন পেয়েই ঢাকা ছেড়েছেন তিনি। শনিবার প্রথমবারের মতো ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দেয়ার মূল ভূমিকায় ছিলেন সাকিব।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন