সাকিবকে জুতা এগিয়ে দিলেন আফ্রিদি

‘জেন্টলম্যানস গেম’, ‘ভদ্রলোকের খেলা’- ক্রীড়াবিশ্বে এই নামেই পরিচিত ক্রিকেট খেলা। তবে সাম্প্রতিক সময়ে স্লেজিং, মাঠের ভেতরেই কথাকাটাকাটি করে কিছুটা বদনামই কুড়াতে বসেছিলেন ক্রিকেটাররা। এই প্রবণতা কমাতে ফুটবলের মতো লাল কার্ড ব্যবস্থা চালুর চিন্তাভাবনাও শুরু হয়েছে ক্রিকেট বিশ্বে। তবে আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে স্পোর্টসম্যানশিপের ভালো একটি নজির গড়েছেন শহীদ আফ্রিদি।
ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের ইনিংসের অষ্টম ওভারে। আফ্রিদির বলে তাড়াহুড়া করে রান নিতে গিয়ে জুতা খুলে গিয়েছিল বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। খালি পায়েই দ্রুত নিরাপদ অবস্থানে ফিরে গিয়েছিলেন সাকিব। পিচের মাঝখানে জুতাটা পড়ে থাকতে দেখে পাকিস্তানের অধিনায়ক আফ্রিদি নিজেই এগিয়ে এসেছিলেন সাকিবকে সহায়তা করতে। জুতাটা তুলে নিয়ে এগিয়ে দিয়েছিলেন সাকিবের দিকে।
মজার ব্যাপার হলো, আজকের ম্যাচে দুজনেই নজর কেড়েছেন ভালো পারফরম্যান্স দেখিয়ে। ব্যাট হাতে ১৯ বলে ৪৯ রানের বিস্ফোরক ইনিংস খেলার পর বল হাতেও দুই উইকেট নিয়ে আফ্রিদিই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। সাকিবও বাংলাদেশের পক্ষে খেলেছেন সর্বোচ্চ ৫০ রানের ইনিংস।
টি-টোয়েন্টি ক্রিকেটের একটি অভিজাত ক্লাবেও আছেন এই দুজন। ১০০০ রান ও ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করে আফ্রিদিই প্রথম গড়েছিলেন এই অভিজাত ক্লাবটি। আজ ১০০০ রান পূর্ণ করে সাকিব যোগ দিয়েছেন আফ্রিদির সঙ্গে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন