সাকিববিহীন কলকাতার লক্ষ্য ১৮৭

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের সপ্তম ম্যাচে দিল্লী ডেয়ারডেভিলসের বিপক্ষে মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে কলকাতাকে ১৮৭ রানের লক্ষ্য দিয়েছে দিল্লী।
এদিন টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর। তবে দলে রাখা হয়নি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এদিন সাকিবকে বাদ দিয়েই গড়া হয় কলকাতার মূল একাদশ। এর আগে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে দলের মূল একাদশে জায়গা না পেলেও তৃতীয় ম্যাচে দলে ফেরেন সাকিব। টানা চার ম্যাচ খেলার পর সপ্তম ম্যাচে বাদ পড়েন সাকিব।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় স্বাগতিক দিল্লী। প্রথম ওভারেই ফিরে যান দলের দুই ওপেনার শ্রেয়াস আয়ার ও কুইন্ট ডি কক। তবে ডি কক এক রান করলেও এদিন রানের খাতা খুলতে পারেননি শ্রেয়াস আয়ার। দলীয় দুই রানে দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়া দিল্লীকে টেনে তোলেন কারুন নায়ের ও স্যাম বিলিংস। দুজনই এদিন অর্ধ্বশতকের দেখা পান।
দলীয় ৩২ রানে সঞ্জু স্যামসন আউট হবার পর তৃতীয় উইকেট জুটিতে ১০৫ রান যোগ করেন নায়ের ও বিলিংস। তবে নায়েরকে ফিরিয়ে কলকাতার জন্য ব্রেকথ্রু এনে দেন উমেষ যাদব। ৫০ বলে নয় চার ও এক ছয়ে দিল্লীর পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করা নায়েরকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন উমেষ।
এদিন রানের রানের খাতা খিলতে পারেনি আরেক মারকুটে ব্যাটসম্যান ক্রিস মরিসও। একই ওভারে মরিসকে বোল্ড করেন উমেষ। এরপর ইনিংসের ১৯তম ওভারে দিল্লীর আরেক দায়িত্বশীল ব্যাটসম্যান বিলিংসকেও ফেরান উমেষ। ৩৪ বলে তিন চার ও দুই ছয়ে ৫৪ রান করা বিলিংসকে বোল্ড করেন ওভারের চতুর্থ বলে।
এরপর ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ের নায়ক কার্লোস ব্রেথওয়েট মাত্র ১১ বলে ৩৪ রানের এক ঝড়ো ইনিংস খেলে দিল্লীর জন্য লড়াকু সংগ্রহ এনে দেন। ১১ বলে তিন চার ও তিন ছয়ে ৩৪ রান করা ব্রেথওয়েটকে তার স্বদেশি সুনীল নারাইনের তালুবন্দী করেন আরেক স্বদেশি আন্দ্রে রাসেল। আর ইনিংসের শেষ বলে রান আউট হয়ে নিজের উইকেট হারান চার রান করা ঋষভ পান্থ। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে দিল্লীর সংগ্রহ দাড়ায় আট উইকেটে ১৮৬।
এদিকে কলকাতার পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল ও উমেষ যাদব। এছাড়া সুনীল নারাইন নিয়েছেন একটি উইকেট।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন