শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শেখ কামাল স্বর্ণপদক সাকিবসহ ৬ জন পেলেন !

শেখ কামাল স্বর্ণপদকে ভূষিত হয়েছেন ছয় ক্রীড়া ব্যক্তিত্ব। আজ বুধবার রাজধানীর ধানমণ্ডিতে আবাহনী লিমিটেড আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয়জনের হাতে স্বর্ণপদক তুলে দেন। বার্তা সংস্থা বাসস জানিয়েছে, আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে আবাহনী লিমিটেড।

শেখ কামাল স্বর্ণপদকে ভূষিত হয়েছেন ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম, জাতীয় হকি দলের গোলরক্ষক অসীম কুমার গোপ। ক্রীড়া সংগঠক হিসেবে স্বর্ণপদক পেয়েছেন আবাহনী ক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম খান (মরণোত্তর), আবাহনীর পরিচালক কাজী আনিস আহমেদ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘স্বাধীনতার পর ধানমণ্ডি এলাকার যুবসমাজকে ক্রীড়া ও সংস্কৃতিমনস্ক করে গড়ে তোলার লক্ষ্যে শেখ কামাল আবাহনী ক্রীড়া চক্র প্রতিষ্ঠা করে।’ তিনি আরো বলেন, ‘১৯৭৫ সালের ৩১ জুলাই জার্মানি যাওয়ার সময় আমি শেখ কামালকে জিজ্ঞেস করি তাঁর কী প্রয়োজন। জবাবে সে আবাহনীর খেলোয়াড়দের জন্য এডিডাস বুট আনতে বলে।’ এসব কথা বলার সময় শেখ কামালের বড় বোন শেখ হাসিনার কণ্ঠ বাকরুদ্ধ হয়ে আসে। তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ও শেখ কামাল শহীদ হওয়ার পর টিকে থাকার জন্য আবাহনী ক্লাবকে বহু ঝড় ও কঠিন সময়ের মোকাবিলা করতে হয়েছে। ১৯৭৫ সালের বর্বরোচিত ঘটনার পর এই ক্লাবকে কেউই ছেড়ে যায়নি। তাঁদের ত্যাগ ও একনিষ্ঠতায় ক্লাব বেঁচে ছিল।’

এ প্রসঙ্গে শেখ হাসিনা দুঃসময়ে ক্লাবের পাশে দাঁড়ানোর জন্য এর কর্মকর্তা, খেলোয়াড় ও আবাহনী সমর্থকগোষ্ঠীকে ধন্যবাদ জানান। ধানমণ্ডি মাঠে শেখ কামাল স্পোর্টস কমপ্লেক্স পরিকল্পনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘এর ফলে এ এলাকার জনগণের জীবনে পরিবর্তন আসবে।’ তিনি বলেন, ‘এ কমপ্লেক্স নির্মাণের ফলে জনগণের সুন্দর জীবন-যাপনের বিশেষ সুযোগ সৃষ্টি হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এ কমপ্লেক্সে নারী ও শিশুদের জন্য সবধরনের খেলাধুলার সুযোগ থাকছে। এ ছাড়া শরীর চর্চারও চমৎকার ব্যবস্থা থাকছে।’ তিনি আরো বলেন, ‘এটি একটি বিশাল পরিকল্পনা ও ব্যয়বহুল প্রকল্প হলেও যাঁরা আবাহনীকে ভালোবাসেন তাঁরা এগিয়ে এলে এর নির্মাণে কোনো সমস্যা হবে না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবাহনীর ক্লাব পরিচালনা বোর্ডের চেয়ারমান সালমান এফ রহমান। আলোচনা সভায় বক্তব্য দেন ক্লাবের পরিচালক ও সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস, ক্লাবের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু ও হারুন-অর রশিদ, শেখ কামাল স্পোর্টস কমপ্লেক্সের চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি সংসদ সদস্য নাজমুল হাসান পাপন এবং আবাহনী সমর্থকগোষ্ঠীর সভাপতি মীর নিজামউদ্দিন আহমদ।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি