সাকিবের অনন্য রেকর্ড দেশের মাটিতে
দেশের মাটিতে ১০০টি টেস্ট উইকেট নেওয়ার অনন্য রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে এই কীর্তি গড়লেন তিনি।
শুক্রবার ফতুল্লায় ভারতের ওপেনার শিখর ধাওয়ানকে ফিরিয়ে শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব। একই সাথে ২৮৩ রানের উদ্বোধনীয় জুটিও ভাঙেন বাঁহাতি এই স্পিনার।
সাকিবের করা ইনিংসের ৬৮তম ওভারের পঞ্চম বলে ডাউন দ্যা উইকেট এসে মারতে গিয়ে ফিরতি ক্যাচ দেন ধাওয়ান। সহজ ক্যাচ ধরতে ভুল করেননি সাকিব।
ধাওয়ানের পর রোহিতের উইকেটও নিজের ঝুলিতে জমা করেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডারের হাওয়ায় ভাসনো বল ড্রাইভ করতে গিয়ে অফস্ট্যাম্প হারান ৬ রান করা রোহিত।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪৪ উইকেট নিয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার সাকিব আল হাসান। সাকিবের পর দ্বিতীয় স্থানে রয়েছেন ১০০ উইকেট নেওয়া মোহাম্মদ রফিক। ৭৮ উইকেট নিয়ে টেস্টে মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী।
দেশের মাটিতেও সাকিবের পর রয়েছেন মোহাম্মদ রফিক। দেশের মাটিতে ৬৬ উইকেট নিয়েছেন জাতীয় দলের প্রাক্তন এই স্পিনার। ৫১ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন মাশরাফি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন