সাকিবের আউটে ওয়ালশের হতাশা

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটা ২২১ রান করে শেষ করেছিল বাংলাদেশ। হাতে ছিল পাঁচ উইকেট। তাই মনে হয়েছিল, প্রথম ইনিংসে ভালো একটা লিড নেওয়া সম্ভব হবে স্বাগতিকদের। অথচ তৃতীয় দিন সকালে মাত্র ২৭ রান যোগ করতেই বাকি পাঁচ উইকেট হারিয়ে বসে সাকিব-সাব্বিররা।
অনেকেই এর জন্য দুষেছেন অলরাউন্ডার সাকিব আল হাসানকে। কারণ তৃতীয় দিনের দ্বিতীয় বলেই একটা বাজে শট খেলতে গিয়ে প্রতিপক্ষ বোলারদের শিকারে পরিণত হন তিনি। তার পথ ধরে অন্য ব্যাটসম্যানরাও খুব একটা সুবিধা করতে পারেননি।
সাকিবের এমন আউটটিকে হতাশাজনক বলেই মনে করেন বাংলাদেশ দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। এ সম্পর্কে তিনি বলেন, ‘সাকিব আগের দিন ভালো ব্যাট করেছিল। কিন্তু এদিনের শুরুতেই তাঁর আউটটি আমাদের জন্য হতাশাজনক ছিল। এটি তাঁর জন্যও দুর্ভাগ্যজনক। আশা করছি দ্বিতীয় ইনিংসে সে ভালো কিছু করবে।’
দিনের শুরুতে ব্যাটহাতে সাকিব ব্যর্থ হলেও পরবর্তীতে বল হাতে বেশ উজ্জ্বল ছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৩১ ওভার বল করে ৭৯ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন তিনি।
সাকিবের বল হাতের এই সাফল্য আগের হতাশাকে খুব একটা আড়াল করতে পারেনি। কারণ তাঁরা যদি আজ মধ্যাহ্ন পর্যন্ত দলের ইনিংসটাকে টেনে নিতে পারতেন, তাহলে এখন ম্যাচের চিত্রটা অন্য রকম থাকত। বাংলাদেশ নয় বরং ব্যাকফুটে থাকত ইংল্যান্ডই।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন