বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাকিবের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা

জিম্বাবুয়ে সিরিজ নিয়ে কথা বলবেন খুলনায় গিয়ে। অবশেষে কথা বললেন সাকিব আল হাসান। সিরিজে নিজের লক্ষ্য নিয়ে অবশ্য নতুন কিছু বলেননি। ‘ভালো পারফর্ম করা, দলকে জেতাতে সাহায্য করা’—আজ শেখ আবু নাসের স্টেডিয়ামে পরিচিত কথাগুলোই এল ঘুরেফিরে।

আসলে নতুন করে কী-ই বা বলবেন সাকিব? ক্যারিয়ারের দশ বছর হতে চলল। নিজের পারফরম্যান্স, দলের পারফরম্যান্স, কতই তো বললেন। কিন্তু এই যে দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলছেন, কীভাবে নিজেকে অনুপ্রাণিত করেন? সাকিবের নতুন অনুপ্রেরণার দরকারই পড়ে না। বাংলাদেশ দলের হয়ে খেলাটাই যে তাঁর জন্য বড় প্রেরণা, ‘অনুপ্রেরণার আসলে দরকার হয় না। আমরা যারা জাতীয় দলে খেলছি, বা যারা আসবে তারা অনুপ্রাণিত থাকেই।

অনুপ্রেরণা নিয়ে কারও ভাবার কিছু থাকে না। এখন যে পর্যায়ে সবাই আছি, সবাই চেষ্টা করি এ জায়গা থেকে কীভাবে আরও ভালো করা যায়। উন্নতির তো শেষ নেই। মেসি-রোনালদোর কথা যদি ভাবেন, তারা কীভাবে টানা ৭-৮ বছর ধরে বিশ্বের সেরা দুইয়ে আছে। চ্যালেঞ্জটা তাদের মধ্যে যেমন, আমাদের মধ্যেও তা-ই।’
২০১৫ সালটাকে সাফল্যের রঙে রাঙিয়েছে বাংলাদেশ।

এ বছর কতটা পারবে—প্রশ্নটা আসছে ঘুরেফিরে। জয়ের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা সাকিবের, ‘অবশ্যই জেতা গুরুত্বপূর্ণ। জিততে থাকলে যে কোনো জিনিস সহজ হয়ে যায়। সামনে বড় দুটি টুর্নামেন্ট। ফলে পারফরম্যান্স করার এটাই সুযোগ (জিম্বাবুয়ে সিরিজ)। এতে ব্যক্তিগত ও দলের আত্মবিশ্বাস বাড়বে। সেটি পরের দুটি টুর্নামেন্টে কাজে দেবে।’

কিছুদিন আগে বিপিএল শেষ হয়েছে। জিম্বাবুয়ে সিরিজ শেষে আগামী মাসে সাকিব খেলতে যাবেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। সাকিব ছাড়াও এই লিগে সুযোগ পেয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের অবশ্য পিএসএলে খেলা নিয়ে সংশয় রয়েছে। তাঁর ওপর চাপ কমাতে বিসিবি চিন্তা করছে তাঁকে এই টুর্নামেন্ট খেলা থেকে বিরত রাখার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভালো করতে এ ধরনের টুর্নামেন্ট কতটুকু কাজে দেয়—প্রশ্ন রয়েছে। সাকিব অবশ্য এর ইতিবাচক দিকই খুঁজে পেলেন, ‘খেলতে থাকাটাই আসলে গুরুত্বপূর্ণ। অনেক বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি তো আর হয় না। সবাই অভিজ্ঞতা নেয় আসলে ঘরোয়া লিগ ও কিংবা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টগুলো থেকে। ওখানে যারা ভালো খেলে, তাদের অনেকেই চলে আসে জাতীয় দলে। এ টুর্নামেন্ট থেকে অনেক অভিজ্ঞতা হয়। অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হয়। শেখার থাকে অনেক।’

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি