সাকিবের দিকে তাকিয়ে বাংলাদেশ
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই চাপে পড়ে গেছে বাংলাদেশ। হারাতে হয়েছে চার টপ অর্ডার ব্যাটসম্যানকে।
একজন আহত আর তিনজন পরিস্কার আউট হয়ে মাঠ ছেড়েছেন। মুশফিকের ব্যাটিংয়ে নামা অনিশ্চিত। এমতাবস্থায় বাংলাদেশের সবচেয়ে বড় ভরসার জায়গা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৬৬ রান। এখন পর্যন্ত লিড হয়েছে ১২২ রানের। হাতে আছে ৭ উইকেট। ইমরুলের আর নামার সম্ভাবনা না থাকায় পড়ুন ৬ উইকেট।
দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তোলার তাগিদ থেকে বেশ আক্রমণাত্বক মেজাজে শুরু করেন দুই ওপেনার তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। কিন্তু জুটিতে ৪৬ রান আসার পরই ছন্দপতন। মোটের ওপর খারাপ সংবাদ এল বাংলাদেশ শিবিরে। সম্ভবত হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় আহত হয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন দারুণ খেলতে থাকা ইমরুল কায়েস। কয়েকদিন আগেই ইনজুরি থেকে ফিরেছেন তিনি।
ইমরুল মাঠ ছাড়ার পরই স্যান্টনারের বলে পরিস্কার বোল্ড হয়ে যান অপর ওপেনার তামিম ইকবাল (২৫)। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের রান ১ উইকেটে ৫৬। বাংলাদেশ এগিয়ে ১১২ রানে। এরপর আবারও ব্যাটে ব্যার্থতার পরিচয় দেন বল হাতে ২ উইকেট নেওয়া মাহমুদ উল্লাহ রিয়াদ। তিনি ৫ রান করে ওয়াগনারের বলে উইকেটকিপার ওয়াটলিংয়ের হাতে ধরা পড়েন।
দিনের শেষ বলটিতে নাটকীয়ভাবে রানআউটের শিকার হন ১ রান করা মেহেদী হাসান মিরাজ। ৫ নম্বরে উন্নীত হয়ে ব্যাট করতে নামা এই তরুণ মিচেল স্যান্টনারের দুর্দান্ত এক সরাসরি থ্রো তে রানআউট হয়ে যান। এমতাবস্থায় ক্রিজে আছেন প্রথম ইনিংসের হাফ সেঞ্চুরিয়ান মমিনুল হক। পঞ্চম দিনে তার সঙ্গী হবেন ডাবল সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান। ম্যাচটা অন্তত ড্র করতে হলে সাকিবের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ। বিপদের সময় অনেকবার দলকে টেনে তোলা সাকিব নিশ্চয়ই সেই ভরসা দেবেন দলকে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন