সাকিবের পর ফিরে এলেন সাব্বিরও

হায়দরাবাদ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে রানের পাহাড় মোকাবেলা করতে গিয়ে বেশ ধুঁকছে টাইগাররা। ভারতের প্রথম ইনিংসে করা ৬৮৭ রানের জবাবে পর তৃতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে এই রিপোর্র্ট লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করেছে।
ব্যাটিংয়ে আছেন মুশফিকুর রহিম (৪৬)ও মেহেদী মিরাজ (৪) । সর্বশেষ ১৬ রানে আউট হয়ে গেলেন সাব্বির রহমান ।
দলীয় ২৩৫ রানে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরেছেন সাব্বির রহমান। তিনি করেছেন ১৬ রান।
প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাট করেছেন সাকিব। ৪৭তম টেস্ট খেলতে নামা সাকিব ফিরেছেন ৮২ রানের ঝলমলে এক ইনিংস খেলে। সেঞ্চুরির আশা জাগিয়ে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু দলীয় ২১৬ রানে রবীচন্দ্রন অশ্বিনের বলে উমেশ যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন সাকিব আল হাসান।
এর আগে মুমিনুল আউট হওয়ার পর মাঠে নামেন সাকিব। তামিম ও মুমিনুলকে ভারত দ্রুত আউট করলে রিয়াদের সঙ্গে দলের হাল ধরেন তিনি। এই জুটিতে ৪৫ রান পায় বাংলাদেশ। রিয়াদ এলবিডব্লিউয়ের শিকার হলে অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে প্রথম সেশনের খেলা শেষ করেন তিনি।
গত বৃহস্পতিবার ম্যাচের প্রথমদিন টস জিতে ব্যাট করতে নামে ভারত। প্রথম ইনিংসে ছয় উইকেট হারিয়ে ৬৮৭ রান সংগ্রহ করে ইনিংস ডিক্লেয়ার করে স্বাগতিকরা। দলের পক্ষে বিরাট কোহলি ২০৪, মুরালি বিজয় ১০৮ ও ঋদ্ধিমান সাহা ১০৬ রান করেন। এছাড়া চেতেশ্বর পূজারা ৮৩, অজিঙ্কা রাহানে ৮২ ও রবীন্দ্র জাদেজা ৬০ রান করেন। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ৩টি, মেহেদী হাসান মিরাজ ২টি ও তাসকিন আহমেদ ১টি করে উইকেট নেন।
এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত সফর করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজে মাত্র একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারত থেকে ফিরে আগামী মাসে শ্রীলঙ্কা সফর করবে মাশরাফি-মুশফিকরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন