সাকিবের পারফর্ম করাটা কঠিন ছিলঃ মাশরাফি

গতকাল (৯ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের। রাজশাহী কিংসকে হারিয়ে শিরোপা জিতেছে সাকিবের নেতৃত্বে ঢাকা ডায়নামাইটস। দল শিরোপা জিতলেও নজরকাড়া পারফর্ম করতে পারেন নি সাকিব। এদিকে বাংলাদেশের ছোট ফরমেটের অধিনায়ক মাশরাফি বিশ্বাস করেন, বিপিএলে ছন্দে না থাকলেও আসন্ন নিউ জিল্যান্ড সিরিজে ঠিকই জ্বলে উঠবেন সাকিব।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের তিন আসরের দুইবারেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন সাকিব। তবে এবারের আসরে ১৩ ম্যাচে রান করেছেন ২১৪ অন্যদিকে উইকেট পেয়েছেন ১১ টি। অল-রাউন্ডার হিসেবে পারফরমেন্স খুব বেশি খারাপ না হলেও ‘সাকিব’ অনুযায়ী তা কিছুটা বেমানান। তবে বাংলাদেশের অধিনায়ক মাশরাফির কাছে সাকিবের কিছুটা অফ-ফর্ম থাকাটা ভাবাচ্ছে না। তাঁর বিশ্বাস সিরিজ শুরু হলে ঠিকই জ্বলে উঠবেন সাকিব। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে সাংবাদিকদের মাশরাফি বলেন, “আমার বিশ্বাস সাকিব সঠিক সময়ে জ্বলে উঠবে। সত্যি কথা বলতে কি সাকিব বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন। এটা নিয়ে কারোরই দ্বিমত হবে না। ওর মতো ক্রিকেটারের কাছে সবাই সব সময় সেরা পারফরম্যান্স আশা করে। কিন্তু সব সময় ওই পর্যাযের পারফর্ম করা কঠিন।”
বিপিএলে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে সাকিবের ওপর বাড়তি চাপ ছিলো বলে মনে করেন মাশরাফি। তিনি বলেন, “বিশেষ করে বিপিএলে ওর (সাকিব) ওপর চাপ থাকে। তাছাড়া এখন একটা দলের অধিনায়কত্ব করছে। বিপিএলের সব থেকে বড় দলের অধিনায়কত্ব করছে ও। সবকিছু মিলিয়ে পারফর্ম করাটা একটু কঠিন। সাকিব সব সময় নিজেকে প্রমাণ করছে।”
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন