রবিবার, এপ্রিল ২০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাকিবের মধুর সমস্যা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা তিন ম্যাচ জয়ের পর হারের স্বাদ পেয়েছে ঢাকা ডায়নামাইটস। খুলনা টাইটান্সের বিপক্ষে এদিন মূলত ব্যাটিং ব্যর্থতার কারণেই হারে তারা। অথচ দলটির ১০ নম্বর পর্যন্ত স্বীকৃত ব্যাটসম্যান রয়েছে। আর তাতেই মধুর সমস্যায় পড়েছেন সাকিব। কাকে ছেড়ে কাকে আগে নামাবেন এ নিয়ে হিমশিম খেতে হচ্ছে তাকে।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমাদের ব্যাটিংয়ের গভীরতা এত বেশি যে, আমাদের সবাই ভালো ব্যাটসম্যান। শুভ (সোহরাওয়ার্দী) ভাইকে যদি ১০ নম্বরে না নামিয়ে ৫ নম্বরেও নামানো হয় ভালো ব্যাটিং করবে আমার বিশ্বাস। আমাদের দলে এত বেশি ব্যাটসম্যান মাঝে মাঝে কঠিন হয়ে যাই, কাকে আগে আর কাকে পরে নামাবো এ নিয়ে।’

দলের সবাই ব্যাটসম্যান, তারপরও এদিন ম্যাচ হারে ব্যাটসম্যানদের ব্যর্থতায়। শেষ কয়েকটি ম্যাচে মেহেদী মারুফ ও মোসাদ্দেক হোসেন সৈকত ছাড়া তেমন কেউ জ্বলে উঠতে পারেনি। সাকিব নিজেও মানছেন এ কথা। তবে শিগগিরই দলের সবাই রানে ফিরবেন বলে আশা করছেন তিনি।

‘যদি বলেন আমাদের ব্যাটিংয়ে এখনও ল্যাকিংস আছে। বিশেষ করে উপরের দিকের ব্যাটসম্যানরা বড় রান করতে পারছে না মোসাদ্দেক এবং মারুফ ভাই ছাড়া। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এখনও অনেক সময় আছে যে আমরা কামব্যাক করার। এই জায়গাটাতেই আরও উন্নতি দরকার।’

এদিন শ্রীলঙ্কান সেকুগে প্রসন্নর দুর্দান্ত ব্যাটিংয়ের পরও খুলনার বিপক্ষে ৯ রানে হেরে গেছে ঢাকা। সাত নম্বরে ব্যাটিং করতে নেমে মাত্র ২২ বলে ৫৩ রানের দারুণ এক ইনিংস খেলেন প্রসন্ন। তবে শুরুতে উইকেট না হারালে এ ম্যাচ জয় পেয়ে যেতে পারতেন বলে মনে করেন সাকিব। এমনকি শেষদিকে প্রসন্নকে ভালো সঙ্গ দিতে পারলেও জয় সম্ভব ছিল বলে মনে করেন অধিনায়ক।

‘শুরুতেই উইকেট হারিয়েছি আমরা। আর পাওয়ার প্লের প্রথম ছয় ওভার ভালোমতো ব্যবহার করতে পারিনি। দ্বিতীয়ত আমরা অনেকগুলো উইকেট হারিয়েছে। তো মোমেন্টামটা কখনোই ছিলো না। আর শেষে যখন মোমেন্টা আমাদের দিকে ছিলো ওই সময় আমরা আরেকটু সেনসেবল হলে হয়তো এই রানটাও করে ফেলা সম্ভব হতো।’

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির