সাকিবের মেজাজ হারানো নিয়ে যা বললেন মাশরাফি
পাকিস্তানের বিপক্ষে জয়ে থেকে বাংলাদেশ যখন ২৬ রান দূরে ঠিক তখন সাকিব আল হাসান আমিরের বলে উইকেট হারান। স্কুপ খেলতে গিয়ে নিজের ভুলে উইকেট হারানোর পাশাপাশি মেজাজও হারান বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাট দিয়ে আঘাত করেন স্ট্যাম্পে! এজন্য অবশ্য আম্পায়ারের কাছ থেকে ক্ষমাও চেয়ে নেন।
ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে সাকিবের ওরকম শট খেলা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। মাশরাফি বিন মুর্তজাকে প্রশ্ন ছুড়ে দিতেই তার সহজ স্বীকারক্তি, ‘ওই শটটা সাকিব খুব ভালো খেলে। ম্যাচেও খেলে আবার অনুশীলনও করে।’
ওই সময়ে বাংলাদেশের একটি বাউন্ডারি দরকার ছিল দাবি করে মাশরাফি আরও বলেন, ‘ম্যাচের ওই সময়ে পাকিস্তান চাপ তৈরী করেছিল। একটা চারও দরকার ছিল। ও চান্সটা নিয়েছিল কিন্তু ব্যাটে বলে হয়নি। ক্যালকুলেটিভ রিক্স নিয়ে এসব শট খেলা হয়। কিন্তু ব্যাটে বলে হয়নি বলে বোল্ড হয়ে যায়।’
সাকিব ১৩ বলে ৮ রান করেন। বল হাতে ৪ ওভারে ২৬ রান খরচ করলেও কোনো উইকেট পাননি গতকাল। তবে ফিল্ডংয়ের সময় উমর আকমলের দুর্দান্ত একটি ক্যাচ ধরেছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন