সাকিবের রেস্তোরাঁয় আড্ডায় ওরা চারজন

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পাঠ চুকিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়েও দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন তিনি।
টানা টুর্নামেন্টের হিড়িকে হাতে খুব একটা সময় পান না সাকিব। তাই খানিকটা সুযোগ পেলেই নিজের রেস্টুরেন্টে ছুটে যান তিনি। সঙ্গে নিয়ে যান সস্ত্রীকে। এবার সতীর্থ নাসির হোসেন ও তাসকিন আহমেদকে নিয়ে রেস্তোরাঁয় জমজমাট আড্ডা দিলেন সাকিব। সঙ্গে ছিলেন সাকিবের স্ত্রী শিশিরও।
জানা যায়, বুধবার রাতে সেহরির সময় সাকিবের রেস্তোরাঁ ‘সাকিব’স ডাইনে এমন মজার আড্ডা দিয়েছেন এ চারজন।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হয় তাসকিন। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার জন্য লড়াই করে যাচ্ছেন তিনি। অ্যাকশন শুধরানোর জন্য নিয়মিত অনুশীলন করছেন তাসকিন। প্রিমিয়ার লিগেও বল হাতে আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি।
এদিকে এশিয়া কাপ ও বিশ্বকাপে দলে ডাক না পাওয়া নাসির হোসেনও প্রিমিয়ার লিগে নিজেকে মেলে ধরেছেন। বলে-ব্যাটে বেশ ভালোই জবাব দিচ্ছেন এই টাইগার সেনসেশন। এরই মধ্যে নাসিরের দলে ফেরার বিষয়ে গুঞ্জন চলছে। তবে কবে নাগাদ একাদশে ফিরছেন নাসির এটি এখনো ধোঁয়াশার মধ্যেই রয়ে গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন